ভারতের সেরা ১০ ধনী অভিনেতার খেতাব পেলেন কারা?

শ্রেয়া সাহা
প্রকাশিত: 28/03/2021   শেষ আপডেট: 28/03/2021 4:39 p.m.
শীর্ষ ১০-এ কারা স্থান পেল? instagram.com hrithikroshan, varundvn, ranveersingh

প্রতিদিন গুগলে লক্ষাধিক মানুষ অনুসন্ধান করে থাকেন কোন তারকার কত সম্পত্তি, কে কত টাকা আয় করেছেন!

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা কে? জানেন কী? বা গুগলে কখনও অনুসন্ধান করেছেন? আপনি যদি গুগলে এমন প্রশ্ন সার্চ নাও করে থাকেন, তবুও আপনি শুনলে অবাক হতে পারেন প্রতিদিন গুগলে লক্ষাধিক মানুষ অনুসন্ধান করে থাকেন কোন তারকার কত সম্পত্তি, কে কত টাকা আয় করেছে এবং তাঁদের আসন্ন সিনেমা কী? তবে এভাবে বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার খেতাব জানা সহজ নয়, তাঁদের বার্ষিক আয় এবং পারিশ্রমিক সকল কিছুর উপর ভিত্তি করেই এই তালিকা করা হয়ে থাকে। তেমনই বিশ্বের একশো জন ধনী তারকাদের মধ্যে উঠে এসেছে ভারতীয় বহু অভিনেতার নাম।

কারা স্থান পেল সেই তালিকায়?

অক্ষয় কুমার (Akshay Kumar)

যিনি ১০০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন। এবং অক্ষয় মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনে শীর্ষে স্থান পেয়েছেন তারকাদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাওয়ার জন্য। ২০০৯ সালে অক্ষয় কুমার পদ্মশ্রী লাভ করেন। জানা যাচ্ছে, তিনি ২০১৯ সালে ২৯৩.২৫ কোটি টাকা উপার্জন করেন। তবে এখনও অবদি ২০২০তে তিনি কত উপার্জন করেছেন তা সামনে আসেনি।

সলমন খান (Salman Khan)

২০১৯ সালে ২২৯.২৫ কোটি টাকা আয় করেছেন এই অভিনেতা। এই মুহুর্তে তাঁর সম্পত্তির পরিমাণ ৩৬০ মিলিয়ন। এখনও ২০২০-এর উপার্জন প্রকাশ্যে আনেননি অভিনেতা, কারণ তাঁর দুই সিনেমা "রাধে" এবং "লাল সিং চড্ডা" এখনও মুক্তি লাভ করেনি।

শাহরুখ খান (Shah Rukh Khan)

শাহরুখ যিনি বলিউডের বাদশা নামে পরিচিত। একের পর এক সুপারহিট ছবি তাঁর মুকুটে। তবে গত বছর অভিনেতার খুব একটা ভালো সময় যায়নি। তবে অভিনেতা ২০১৯ সালে ১২৪.৩৮ কোটি টাকা উপার্জন করেন। যিনি ২০০৫ সালে পদ্মশ্রী লাভ করেন।

রনবীর সিং (Ranveer Singh)

টেলিভিশন থেকে হোর্ডিং বহু বিজ্ঞাপনে উঠে এসেছে রনবীরের মুখ। তিনি ২০১২ সাল থেকে সেরা ধনী তারকাদের শীর্ষে উঠে এসেছেন। 'ব্যান্ড বাজা বারাত' সিনেমায় লীড রোলে অভিনয়ের মাধ্যমে বলিউডে রনবীরের যাত্রা শুরু। আর বর্তমানে ২০১৯ সালে ১১৮.২ কোটি টাকা উপার্জন করেছেন।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)

চলতি বছরে বিশ্ব-সিনেমার ঐতিহ্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ পুরস্কার (FIAF) পেয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন। ভারতীয় হিসেবে অমিতাভই প্রথম যিনি এই পুরস্কার পেয়েছেন। ২০১৯ সালে তিনি ২৩৯.২৫ কোটি আয় করেছেন বিগ-বি। অমিতাভকে শেষবার দেখা গিয়েছিল সুজিত সরকারের ছবি ‘গুলাবো সিতাবো’তে। আগামীতে তাঁকে রুমি জাফরির ‘চেহেরে’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে।

রজনীকান্ত (Rajinikanth)

শিবাজী রাও গায়কোয়াড় নাম তাঁর, তবে আমরা রজনীকান্ত বলেই চিনি।  ভারতের বিভিন্ন অঞ্চলের সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রসহ অন্যান্য দেশের সিনেমাতেও অভিনয় করেছেন। ২০১৯ সালে যিনি ১০০ কোটি টাকা উপার্জন করেন। এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী তারকা হিসেবে এক সময় নাম ছিল তাঁর।

আমির খান (Aamir Khan)

আমির খান যিনি তাঁর প্রতিটি ছবি খুব খুঁটিয়ে খুঁটিয়ে করেন। এমনকি অভিনয়ের চরিত্র গুলি পর্যবেক্ষণ করতে সোশ্যাল মিডিয়া থেকেও বিরত থাকেন। যার আসন্ন সিনেমা হল, 'লাল সিং চদ্দা' এবং 'কই জানে না'। ২০১৯ সালে ৮৫ কোটি টাকা উপার্জন করেন মহম্মদ আমির হোসেন খান।

অজয় দেবগন (Ajay Devgn)

অজয় দেবগন যিনি চারটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এবং দুইটি ন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করেন। প্রতিটি ছবিতে দক্ষতার সাথে অভিনয় করে ২০১৯ সালে ৯৯ কোটি টাকা উপার্জন করেন অথচ তিনি তাঁর সম্পত্তির পরিমাণের টাকা খরচ করে ছোট শহরগুলিতে ৬০০ কোটি টাকা খরচ করে বহু প্রেক্ষাগৃহ তৈরী করেছেন।

ঋত্বিক রোশন (Hrithik Roshan)

ঋত্বিক যিনি তাঁর নাচের জন্য বিদেশেও বেশ পরিচিত। এবং বহুবার তিনি সেরা হ্যান্ডসাম অভিনেতার খেতাবও জিতেছেন। ২০১৯ সালে ওয়ার এবং সুপার থার্টি এই দুই ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে তিনি ৮৫ কোটি টাকা উপার্জন করেন।

বরুণ ধাওয়ান (Varun Dhawan)

সদ্য বিবাহিত বরুনের সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়, তাঁর সিনেমা জগতে অভিনয় সবে শুরু, আর তাতেই ২০১৯ সালে ৩৩ কোটি টাকা উপার্জন করেন বরুণ। বর্তমানে তাঁর হাতে আছে তিনটি সিনেমার অফার।