টিআরপি বাড়াতে খড়ির ভোলবদল, কতখানি প্রভাব ফেলবে দর্শকদের কাছে?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/12/2022   শেষ আপডেট: 21/12/2022 7:23 p.m.
instagram.com/srbrishti.19

'দু:স্বপ্ন' ভেবে খড়িকে মুছে ফেলার চেষ্টা করলেও, বারবার খড়ি ধরা দিচ্ছে দ্যুতির কাছে

ধারাবাহিক শুরু হতেই বাংলার সেরার সেরা হয়েছিল 'গাঁটছড়া'। আক্রোপলিস এন্টারটেনমেন্টের চকচকে ধারাবাহিক গাঁটছড়ার টানটান উত্তেজনায়, কার্যত ঘায়েল হয়েছিল দর্শকেরা।

টিআরপির লড়াইয়ে লাগাতার ভাবে ভাল পারফর্ম করে একটা সময় নিজের সিংহাসন হারিয়েছে গাঁটছড়া। আজও সেই সিংহাসনের ধারে কাছে নেই টিম গাঁটছড়া। এই মুহুর্তে আরও টুইস্ট গাঁটছড়ায়। ধারাবাহিকে দেখানো হচ্ছে খড়ি মৃত। কিন্তু তার মৃত্যুবার্ষিকীর দিন ঋদ্ধিমানের বারবারই মনে হয়েছে খড়ি বেঁচে আছে এবং সে ফিরে আসবে। কিন্তু খড়ি ফিরে এসেছে ঠিকই, তবে খড়ি রূপে নয়। বরং উচ্চশিক্ষিত হয়ে অপর এক বড়ো ব্রান্ডের মালকিন হয়ে।

এসব ছাড়াও দ্যুতির ওপর বেশ প্রভাব ফেলছে খড়ির এই ঝলক। 'দু:স্বপ্ন' ভেবে খড়িকে মুছে ফেলার চেষ্টা করলেও, বারবার খড়ি ধরা দিচ্ছে দ্যুতির কাছে।

আপাতত খড়ির এই ভোলবদল দর্শকদের কতখানি ভালো লাগবে তা সময়ই বলবে।