Durga Puja 2023 : এবারের পুজোয় কী কী ছবি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/10/2023   শেষ আপডেট: 13/10/2023 9:51 a.m.
-

রহস্য, রোমঞ্চ, শিহরণে ভরপুর বাঙালির উৎসব

শারদ উৎসব আগত। খুব শীঘ্রই বাঙালি জাতি মেতে উঠবেন তাঁদের প্রিয় উৎসব দুর্গা পুজোয়। দিনব্যাপী যেমন থাকবে পুজো পরিক্রমার আনন্দ, তেমনই এবারে পুজোর রেশ দ্বিগুণ করে তুলতে বাঙালির দোসর হবেন বাঘা যতীন থেকে মিতিন মাসি। এবার দুর্গা পুজোর সঙ্গে জমে উঠবে সিনে-পুজোও। পরিচালক অরুণ রায় থেকে সৃজিত মুখার্জী হোক কী শিবপ্রসাদ মুখার্জী-নন্দিতা রায় জুটি, সকলেই বড় পর্দায়, নিয়ে আসছেন পুজোর 'সওগাত'।

বাঘা যতীন - বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের দেশের প্রতি সাহসী আত্ম নিবেদনকে রুপোলি ক্যানভাসে ফুটিয়ে তুলবেন চিত্র পরিচালক অরুণ রায়। এক স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন বাঘা যতীন। এবার স্বাধীন ভারতবর্ষের তাঁর সেই স্বপ্নের ইতিহাসের সাক্ষী হওয়ার পালা। অভিনেতা দেব (Dev Adhikari) অভিনয় করবেন ভারত মাতার এই বীর সন্তানের চরিত্রে। 'বাঘা যতীন' (Bagha Jatin) ছবিটি মুক্তি পাবে আগামী ১৯ অক্টবর।

জঙ্গলে মিতিন মাসি - প্রয়াত লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্ট 'আইকনিক' গোয়েন্দা চরিত্র, মিতিন মাসি সকল বাঙালির ভীষণ প্রিয়। ফেলুদা, ব্যোমকেশ ছাড়াও, এই চরিত্রটির সঙ্গে একের পর এই দুঃসাহসিক অভিযানে সামিল হয়েছেন বাঙালি পাঠক-মহল। অরিন্দম শীল বছর কয়েক আগে বড় পর্দায় মিতিন মাসির রোমাঞ্চকর অভিযানের সাক্ষী করেন দর্শককে। এই পুজোয় আরও একবার দুষ্টের দমন করতে বড় পর্দায় উপস্থিত হবেন তিনি। 'জঙ্গলে মিতিন মাসি' (Jongole Mitin Mashi) ছবিটিতে দীর্ঘকাল পর বড় পর্দায় দেখা যাবে কোয়েল মল্লিককে (Koel Mallick)।

দশম অবতার- শহরে ঘটে চলেছে একাধিক হত্যা। রহস্য সমাধানে অপারগ কলকাতা পুলিশও। দায় বর্তায় পুলিশ আধিকারিক প্রবীর রায়চৌধুীর কাঁধে। তাঁর সহচর হন ইন্সপেক্টর পোদ্দার। 'ক্লু' হিসেবে উঠে আসে এক মানসিক ভারসাম্যহীনের কথা! যিনি নিজেকে ভগবান বিষ্ণুর দশম অবতার মনে করেন! কিন্তু কী হবে এই কাহিনীর ভবিতব্য? কোন রহস্য লুকিয়ে আছে দশম অবতারে? অবশ্যই সেই উত্তর খুঁজতে গেলে পুজোয় হলে গিয়ে দেখতে হবে সৃজিত মুখার্জী পরিচালিত 'দশম অবতার' (Dawshom Abotaar)। প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), যীশু সেনগুপ্ত (Jishu Sengupta), জয়া আহসানের (Jaya Ahsan) মিলিত প্রয়াসের অংশ হয়ে উঠুন আপনিও। আগামী ১৯ অক্টবর বাংলায় এবং ২০ অক্টবর সারা ভারতে মুক্তি পাবে 'দশম অবতার'।

রক্তবীজ - ২০১৪ সালে এক ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী হয় বাংলা। খাগড়াগর বিস্ফোরণে কেঁপে ওঠে চারিদিক। শিবপ্রসাদ মুখার্জী এবং নন্দিতা রায় উদ্যত হয়েছেন সেই ঘটনার রহস্য সমাধানে। তারই প্রতিচ্ছবি ফুটিয়ে তুলবেন তাঁরা রুপোলি পর্দায় 'রক্তবীজ' (Raktabeej) ছবিটির মাধ্যমে। ভিক্টর ব্যানার্জী (Victor Banerjee), আবির চ্যাটার্জী (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), অনসূয়া মজুমদারের (Anasuya Majumder) মত তাবড় তাবড় শিল্পীদের উপস্থিতি লক্ষ্য করা যাবে সিনেমা জুড়ে। 'রক্তবীজ' এর শুভ মুক্তি আগামী ১৯ অক্টবর।

শুধু বাংলা ছবিই নয়, স্বাদ বদলাতে দেখতে পারেন বেশ কিছু হিন্দি ছবিও। এই পুজোয় বলিউডের ঝুলিও নেহাত কম নয়। টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন অভিনীত 'গণপথ' যেমন আছে পুজোয় মুক্তির অপেক্ষায়, তেমনই আছে ভিক্রন্ত মেসি অভিনীত '12th Fail'। কঙ্গনা রানাওয়াত অভিনীত রোমাঞ্চে ভরপুর 'তেজাস' ছবিটিকেও রাখতে পারেন আপনার পছন্দের অংশ হিসেবে। এছাড়া 'ইয়ারিয়া ২' ও মুক্তি পাবে আগামী ২০ অক্টোবর।