জেলবন্দির দশ মাস পর ফোন, ল্যাপটপ সহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফেরত পেলেন রিয়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/11/2021   শেষ আপডেট: 10/11/2021 8:22 p.m.
instagram.com/rhea_chakraborty

আর্থিক তছরুপের মামলায় রিয়ার নাম উঠতেই, রিয়ার ফোন, ল্যাপটপ ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে তদন্তকারী অফিসার

গত বছর জুন মাসে নিজের বান্দ্রার ফ্ল্যাটেই প্রয়াত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। এখনও তাঁর মৃত্যু রহস্যের সমাধান হয়নি। তবে সুশান্তের মৃত্যুর কারণে উঠে আসা 'মাদকযোগ' ইস্যুতে রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) এবং তাঁর ভাই সৌভিক সহ আরও অনেককেই গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)।

সমন, জেরা, গ্রেফতার এই নিয়েই চলেছিল রিয়ার সুশান্তহীন জীবন। এক মাস জেলে থাকার পর অবশ্য জামিনে ছাড়া পান রিয়া ও তাঁর ভাই। এনসিবির পাশাপাশি এই মৃত্যু রহস্যের তদন্ত শুরু করে সিবিআই।

সেই সময় আর্থিক তছরুপের মামলায় রিয়ার নাম উঠতেই, রিয়ার ফোন, ল্যাপটপ ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়।

তবে এতদিন পর অবশেষে নিজের মোবাইল ও অ্যাকাউন্ট ফেরত পাওয়ার জন্য আবেদন করেন রিয়া, এবং তা মঞ্জুর হয়। আবেদনে রিয়া লিখেছিলেন, "ঐ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বহুদিন যাবত অচল। তিনি একজন অভিনেত্রী, তাঁর লাইফস্টাইলের জন্য অনেক টাকার দরকার। পাশাপাশি তাঁর ভাইয়েরও দেখাশোনা করেন তিনি। ফলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন তিনি।"

এই আবেদন ঘিরে এনসিবির সমস্যা থাকলেও, তাতে কান দেয়নি আদালত।