হাতে-মাথায় আগুন! 'ধুনো পোড়ানো' নিয়ম মেনে বাড়ির পুজোয় শুভশ্রী গাঙ্গুলী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/10/2022   শেষ আপডেট: 25/10/2022 7:30 p.m.
facebook.com/subhashreeganguly_real

পুজোর নানান রীতির ঝলক সোশ্যালে তুলে ধরেছেন রাজ-শুভশ্রী

কালীপুজোয় (Kali Puja 2022) নিজের বাবার বাড়িতেই রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। সেই পুজোর নানান রীতির ঝলক সোশ্যালে তুলে ধরেছেন রাজ-শুভশ্রী। গতকাল পুজোর একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। পরনে লাল পাড় সাদা গরদের শাড়ি। খোঁপায় জুঁই ফুলের মালা। মানানসই সোনার গয়না। সঙ্গে মাথায় এবং দুই হাতে সরা, আর তাতে আগুন।

facebook.com/subhashreeganguly_real

বলাবাহুল্য, শুভশ্রী যে ভীষণভাবে ধর্মপ্রাণ মানুষ তা তাঁর ভক্তদের অজানা নয়। কাজেই এবারে পুজোর এমন কঠিন রীতি মেনে নেটিজেনদের চোখের মণি হয়ে উঠেছেন শুভশ্রী। ঘরে-বাইরে দু-দুদিক এমন সুন্দর করে সামলানোর জন্য শুভশ্রীকে কুর্নিশও জানিয়েছে নেটপাড়া।

facebook.com/subhashreeganguly_real

নেটিজেনদের মন্তব্য, "তুমি কী সুন্দর নিয়ম করে সব করছ। খুব ভালো লাগছে দেখতে। ঘরে বাইরে সব কিছুতেই সেরা।"