বাবাকে মুক্তি দিতে গয়ার উদ্দেশ্যে শ্রীলেখা মিত্র

শ্রেয়া সাহা
প্রকাশিত: 01/02/2023   শেষ আপডেট: 01/02/2023 5:13 p.m.
facebook.com/sreelekha.mitra.7

পিতার পিণ্ডদানের উদ্দেশ্যেই তাঁর এই রওনা

সনাতন ধর্মের পবিত্র তীর্থস্থানগুলোর মধ্যে অন্যতম হল বিষ্ণুক্ষেত্র তথা গয়া, যেখানে পারলৌকিক ক্রিয়াভূমি সম্পন্ন হয়। সনাতন ধর্মাবলম্বীরা পিতা-মাতার ঋণ শোধ করতে কিংবা আত্মার সদগতির জন্য এই তীর্থস্থানেই পিণ্ডদান করে থাকেন। কথিত আছে পিণ্ডদান হল মহৎ কল্যাণ কর্ম। প্রতিদিন অগুন্তি মানুষের সমাগমে ভরে ওঠে গয়া।

আগামীকাল এই বিষ্ণুক্ষেত্র তথা গয়ার উদ্দেশ্যে রওনা দেবেন টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পিতার পিণ্ডদানের উদ্দেশ্যেই তাঁর এই রওনা।

বলাবাহুল্য, ২০২১ এর ২৭ সেপ্টেম্বর বাবা সন্তোষ মিত্রকে হারান শ্রীলেখা মিত্র। বাবার মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছিলেন তিনি।

কাতর ভাবে অভিনেত্রীর আক্ষেপ ছিল, "আমার আইডল আমার বাবা-মা, আমার সবকিছু, হারিয়ে ফেললাম। আমি তোমায় ছেড়ে বাঁচবো কী করে বাবা।"

আজও প্রতিদিন বাবার কথা মনে পড়ে তাঁর। প্রতিদিনের স্বপ্নেও বাবাকে দেখতে পান অভিনেত্রী। অভিনেত্রীর কথায়, "বাবাকে একেবারে মুক্তি দিতে কাল গয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি। অদ্ভুত, এমন একটাও দিন যায় না যেদিন বাবাকে স্বপ্নে দেখিনা, মনে করি না। এই ক্ষতটা যে কী গভীর, আমি তার তল খুঁজে পাই না।"