সোনু সুদের নতুন মিশন— শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের জন্য পাবেন স্মার্টফোন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/01/2021   শেষ আপডেট: 12/01/2021 3:18 a.m.
instagram.com/sonu_sood

ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে এই খবর জানালেন অভিনেতা

‘মহিসা’ সোনু সুদ এইবার শিক্ষার্থীদের পাশে। যদিও এর আগেও স্কলারশিপ নিয়ে শিক্ষার্থীদের পাশে হাজির হয়েছিলেন তিনি। কিন্তু দেশজুড়ে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস করতে অসুবিধার কথা ভেবে এইবার তাদের স্মার্টফোন দেওয়ার সুযোগ করে দিতে চলেছেন সোনু। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে এই খবর জানালেন অভিনেতা। লিখলেন, “অভাবের জন্য আমার দেশের কোনও পড়ুয়ার অনলাইন ক্লাস আর মিস হবে না।”

মার্চ মাস থেকেই নানাভাবে দেশের মানুষের পাশে পাওয়া গেছে এই অভিনেতাকে। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনে আইনি জটিলতা নিয়ে ব্যস্ত হয়ে উঠলেও তিনি যে মানুষের কথা ভাবা থেকে বিশ্রাম নেননি তারই প্রমাণ ওঁর এই নতুন ‘মিশন’। এই প্রসঙ্গে সোনু সুদ বলেন, শিক্ষার্থীদের যাতে বঞ্চিত হতে না হয় এবং অভিভাবদের যাতে ফোন কিনে দিতে না পারার জন্য কোনো আপসোস না থাকে তাই প্রজেক্টের কথা ভেবেছেন তিনি।