'আর দেরি নয়', বরং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই শ্রেয়, গানের বাণে নেটিজেনদের বিঁধলেন সিধু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/10/2022   শেষ আপডেট: 21/10/2022 9:24 p.m.
facebook.com/Rupanmallick98

ধর্ষনের বিরুদ্ধে গানের মধ্যে দিয়ে সোচ্চার হলেন সিধু, ক্ষমা চাইলেন আসিফা, নির্ভয়াদের কাছে

'এই আমার সেই সমাজ, যেখানে মানবতা হারায়, এই আমার সেই সমাজ, যেখানে হিংস্রতা জন্মায়', ঠিক এই দুটি উদ্ধৃতি দিয়েই একটা আস্ত সমাজের ক্ষয়িষ্ণু ছবি ভেসে উঠছে আমাদের চোখের সামনে। যেখানে সহিষ্ণুতা নেই, পারস্পরিকতা নেই, আছে কেবল অসহিষ্ণু মনোভাব, বর্বরতা, নৃশংসতার বাড়বাড়ন্ত। এমনই এক কঠিন, অপ্রিয় সমাজের গল্প বুনেছেন অরিজিৎ ঘোষ (Arijit Ghosh)। আর সেই গল্পকে সুরের সঙ্গে বিদ্ধ করেছেন সিদ্ধার্থ রায় (Siddhartha Ray) ওরফে সিধু (Sidhu)।

আমাদের সমাজ, বর্বরতার জ্বরে আক্রান্ত। প্রতিনিয়তই খুন, জখম, এমনকি ধর্ষনের মত নারকীয় ঘটনা ঘটে চলেছে। তবুও আমরা নিরুত্তাপ। নির্ভয়া, আসিফা, আরও কত শত কচি প্রাণকে কেড়ে নিচ্ছে সামাজিক ক্রূরতা। ঠিক এমনই এক প্রেক্ষিতের ওপর গান ধরলেন সিধু।

'আর দেরি নয়' (Aar Deri Noy) গানটির সুর দিয়েছেন রুদ্র সরকার (Rudra Sarkar)। গানটিতে অভিনয় করেছেন প্রিয়ঞ্জলী দাস (Priyanjali Das) , দেবলীনা মজুমদার (Debolina Majumdar), সোহিনী পাল (Sohini Paul) প্রমুখ। এক স্থবির সমাজ থেকে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সমাজে পরিণত হওয়ার একটি গ্রাফ ফুটে উঠেছে তাঁদের মাধ্যমে। নেটিজেনদের অনেকেরই প্রায় বক্তব্য, এমন গানই সমাজ পরিবর্তনের ক্ষমতা রাখে।