"একটা কাজ দেবেন?", মহিলার কাতর আর্জিতে সাড়া রাজ চক্রবর্তীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/06/2021   শেষ আপডেট: 02/06/2021 9:03 p.m.
রাজ চক্রবর্তী Twitter

তারকা বিধায়ক রাজ চক্রবর্তী ওই মহিলার টুইটের জবাব দিয়েছেন

একুশে বিধানসভা নির্বাচনের সময় টলিউড পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) রাজনীতির ময়দানে নামেন। তিনি তৃণমূল (TMC) প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে মানুষের ভালোবাসায় ব্যারাকপুরের বিধায়ক হয়েছেন। বিধায়ক হওয়ার পর থেকেই ব্যারাকপুরের বাসিন্দাদের অভাব-অভিযোগের কথা শুনে তা তিনি সমাধান করার চেষ্টা করছেন। কিন্তু এর মধ্যেই কিছুদিন আগে টুইটারে রাজ চক্রবর্তীর কাছে এক মহিলা আর্জি জানায়, "একটা কাজ দেবেন?" কিছুমাত্র সময় নষ্ট না করে নিজের কেন্দ্রের না হলেও শ্যামনগরের ওই বাসিন্দার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন রাজ চক্রবর্তী।

রাজ চক্রবর্তী ওই মহিলার টুইটের জবাব দিয়ে বলেন, "হাই রীতা, আমি তোমার বিষয়টা তোমাদের বিধায়ক সোমনাথ শ্যামদাকে বলেছি। উনি খুব ভালো মানুষ। উনি বলেছেন দেখে নেবেন।" প্রসঙ্গত, ওই শ্যামনগরের বাসিন্দা মহিলা জানান, "তাঁর নাম রীতা মজুমদার। তিনি এবং তাঁর স্বামী ২ মাস ধরে কোন কাজ পাচ্ছেন না। ভাড়া বাড়িতে থাকেন তারা। মাসের পর মাস ভাড়া দিতে পারছেন না। তাই কোন একজনের যদি একটা কাজের বন্দোবস্ত হয় তাহলে খুব ভালো হয়।" আর তার উত্তরেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তথা টলিউড পরিচালক রাজ চক্রবর্তী।