যশ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত সুন্দরবনে ত্রাণ নিয়ে পৌছলেন পরমব্রত,অনুপম কি বললেন তারকারা?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/05/2021   শেষ আপডেট: 29/05/2021 8:57 p.m.
ত্রাণ পৌঁছতে পরমব্রত অনুপম instagram.com/p/CO2m7rzhUPG

স্বেচ্ছাসেবী সংগঠন বাংলা সংস্কৃতি মঞ্চের তরফ থেকে এই ত্রাণ নিয়ে পৌঁছানো হয়েছে

ঘূর্ণিঝড় যশে বিপর্যস্ত সুন্দরবন এলাকায় এবারে ত্রাণ পৌঁছে দিতে হাজির হল বাংলা সংস্কৃতি মঞ্চ। তাদের সঙ্গে রয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা হেডস। ঘূর্ণিঝড় যশ এর বিরুদ্ধে তাদের যৌথ অভিযানে তাদের সাথে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) অনুপম রায় (Anupam Roy), রিতব্রত মুখোপাধ্যায় (Rwitabroto Mukherjee), পিয়া চক্রবর্তী (Pia Chakraborty) এবং তন্ময় ঘোষ (Tanmoy Ghosh)। ত্রাণ বন্টন করার সময় নেট মাধ্যমে সেই ভিডিও লাইভ করেছিলেন অনুপম রায়। অনুপম জানিয়েছেন, "কলকাতা শহরে যশ এর প্রভাব না পড়লেও গ্রামবাংলায় এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলে যশের বেশ ভালোরকম প্রভাব পড়েছে। সেসব জায়গা একেবারে ভেঙে গিয়েছে। নদীর জল উপচে পড়েছে। কুমিরমারি গ্রামে আমরা বর্তমানে সকাল থেকে ত্রাণ নিয়ে পৌছে গেছি।" এছাড়া অনুপম বলেছেন, বাংলা সংস্কৃতি মঞ্চ বরাবর প্রাকৃতিক দুর্যোগ এবং দুঃসময়ে জনসাধারণের পাশে থেকে এসেছে। কৌশিক সেন, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দোপাধ্যায়, রিতব্রত মুখোপাধ্যায় সহ বাংলা ইন্ডাস্ট্রির বহু তারকা রয়েছেন এই তালিকায়।

পরমব্রত, অনুপম, রিতব্রতরা ত্রাণ নিয়ে আসছেন এই সর্বহারা মানুষগুলোর জন্য। সেই সকাল থেকেই তাদের মধ্যে উন্মাদনা প্রচুর। সামাজিক দূরত্ব বজায় রেখে সকলেই সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছেন ত্রাণ গ্রহণ করার জন্য। গোটা সুন্দরবন ভেঙে গিয়েছে এই যশ ঘূর্ণিঝড়ের প্রভাবে। বেশ কিছু এলাকা জলমগ্ন রয়েছে। এই প্রসঙ্গে পরমব্রত বললেন, "গত বছর যখন আম্ফান এসেছিল তখন আমরা ত্রাণ নিয়ে এই কুমিরমারি গ্রামে এসেছিলাম। এবছর ঝড় টা একটু কম হলেও, বৃষ্টিটা অনেকটা বেশি হয়েছে। তার সঙ্গে ভরা কোটাল ছিল দোসর। ফলে একসাথে অনেকগুলো বিপর্যয় এসেছে। চাষের জমিতে ঢুকে পড়েছে নোনা জল। মাছের ভেড়ি ভেসে গিয়েছে। বহু মাছ মারা গিয়েছে। এই পরিস্থিতিতে যখন এই সমস্ত জল সরে যাবে তারপরে কিন্তু মাছ চাষ করা সম্ভব। তাই এখন সুন্দরবনবাসীদের কিছু করার নেই। আপনারা সকলে সুন্দরবনবাসীদের পাশে এসে দাঁড়ান।"