'নাতু নাতু' নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, টুইট করে জানিয়েছেন শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/03/2023   শেষ আপডেট: 13/03/2023 11:40 a.m.
facebook.com/narendramodi

সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

৯৫তম অস্কারের মঞ্চে জয়জয়কার ভারতের। মৌলিক সঙ্গীত বিভাগে সেরা পুরস্কার জিতে নিয়েছে 'আরআরআর' ছবির গান ‘নাটু নাটু’। অন্য দিকে, সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে কার্তিকি গনজ্ঞালভেস পরিচালিত ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। খবর পাওয়া মাত্রই, সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে অস্কার জয়ের উদযাপন। রিলস জুড়ে বাজছে 'আরআরআর' ছবির গান ‘নাটু নাটু’।

এবার এই জয়ের উচ্ছ্বাসেই উচ্ছ্বসিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে জানিয়েছেন শুভেচ্ছা। প্রধানমন্ত্রীর কথায়, "ব্যতিক্রম! ‘নাতু নাতু’ গানটির জনপ্রিয়তা এবার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। এটা এমন একটা গান, যা বহু বহু বছর ধরে মানুষের মনে থেকে যাবে। এমএম কিরাবাণী এবং গোটা টিমকে অভিনন্দন এত বড় সম্মাণীয় পুরস্কার জেতার জন্য।"

অন্য দিকে, সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে কার্তিকি গনজ্ঞালভেস পরিচালিত ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ টিমকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।