ফিরে দেখা, ৬৯-এ পা দিলেন অভিনেত্রী মুনমুন সেন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/03/2023   শেষ আপডেট: 28/03/2023 11:14 a.m.
instagram.com/raimasen

বালিগঞ্জ গর্ভমেন্ট স্কুলে বেশ কিছুদিন শিক্ষকতার সঙ্গে জড়িত ছিলেন তিনি

৬৯- এ পা দিলেন অভিনেত্রী মুনমুন সেন (Munmun Sen)। কলকাতার বালিগঞ্জে জন্ম মুনমুন সেনের। বাবা বড়ো ব্যবসায়ী এবং মা জনপ্রিয় অভিনেত্রী সুচিত্রা সেন (Suchitra Sen)। ছেলেবেলার পড়াশোনা কেটেছে লরেটো কনভেন্ট থেকে এবং পরবর্তীতে অর্ক্সফোর্ডের কলেজ থেকে স্নাতক এবং ফের ফিরে আসা নিজের মাটিতে।

কলকাতায় ফিরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর লাভ করেন মুনমুন সেন। এছাড়াও শিশু অবস্থায়, তিনি ভারতের অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের কাছে আঁকা শিখেছেন। একটি সাক্ষাৎকার থেকে জানা যায়, বালিগঞ্জ গর্ভমেন্ট স্কুলে বেশ কিছুদিন শিক্ষকতার সঙ্গে জড়িত ছিলেন তিনি। পড়াতেন ইংরেজি।

বাংলা, হিন্দি, তেলেগু, মালায়ালাম, সহ তামিল সিনেমা করেছেন তিনি। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, তাপস পাল এবং মিঠুন চক্রবর্তী, মাধুরী দীক্ষিতের মতো জনপ্রিয় অভিনেতা- অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি। আজও তাঁর সৌন্দর্য দেখে বয়স বোঝা কঠিন।

১৯৭৮ সালে মুনমুন সেন বিয়ে করেন ত্রিপুরার রাজপরিবারের উত্তরাধীকারিকে। কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে দুই মেয়ে। রিয়া আর রাইমা সেন।