ফিরে দেখা ২০২১ : এক নজরে জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস

শ্রেয়া সাহা
প্রকাশিত: 28/12/2021   শেষ আপডেট: 28/12/2021 4:33 p.m.
instagram.com/i_sauravdas

২০২২ আরও ভালো কাটুক অভিনেতার, রইল শুভেচ্ছা

সৌরভ দাস (Actor Saurav Das), উইকিপিডিয়া জানান দিচ্ছে তাঁর বয়স ৩২ । বাবা সমর দাস এবং মা অজন্তা দাসের একমাত্র 'দুষ্টু' ছেলে সৌরভ। যদিও অভিনেতার এক মিষ্টি বোনও আছে। প্রায়শই অভিনেতার স্টোরিতে দেখা মেলে তাঁর।

কলকাতার জনপ্রিয় বেসরকারি বিদ্যালয় সাউথ পয়েন্টের (South Point School) প্রাক্তন ছাত্র সৌরভ।

এরপর সৌরভের যাত্রা শুরু হয় থিয়েটারের মধ্যে দিয়ে। ২০১৩ সালের জুলাই মাসে জি বাংলায় রবি ওঝা প্রডাকশনের হাত ধরে 'বয়েই গেলো' ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু সৌরভের। সে সময় তাক লাগিয়ে দিয়েছিল সৌরভের হাসি-ঠাট্টার অভিনয়। আজও সেই ধারাবাহিকের দরুন সৌরভকে বহু মানুষ 'বিরসা' বলে চেনেন।

'বয়েই গেলো' ছাড়াও 'কোজাগরী', 'রাগে অনুরাগে', 'ঠিক যেন লাভ স্টোরি', 'জরোয়ার ঝুমকো', 'পটল কুমার গানওয়ালা'তে দেখা গিয়েছে সৌরভকে।

এরপর বলিউডে 'Kuchh Bheege Alfaaz' সিনেমার হাত ধরে কাজ শুরু সৌরভের। যদিও এরপর বলিউডের সঙ্গে সেভাবে সক্রিয়তা দেখা যায়নি সৌরভের। পরবর্তীতে অঞ্জন দত্ত থেকে  অরিন্দম শীল, কমলেশ্বর মুখার্জি, বিরসা দাশগুপ্ত, রাজ চক্রবর্তী সহ প্রমুখ পরিচালকের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন সৌরভ।

সৌরভের ঝুলিতে রয়েছে, 'স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড', 'হইচই অ্যাওয়ার্ড', 'ফিল্ম অ্যান্ড ফ্রেমস্ ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড'।

যদি কথা হয়, বাংলা ওয়েবসিরিজ নিয়ে। তাহলে সৌরভকে বাদ দিলে তা অচল। গড়িয়াহাটের গ্যাং লর্ডস্, বউ কেন সাইকো, চরিত্রহীন, আস্তে লেডিস, ওরে মা, চরিত্রহীন ২, অপহরণ, কামিনী, মন্টু পাইলট, চরিত্রহীন ৩, ব্রেকআপ স্টোরি, রহস্য রোমাঞ্চ সিরিজ, পবিত্র পাপিস থেকে ক্যানভাস সিরিজে দেখা মিলেছে সৌরভের।

তবে শুধু দক্ষ অভিনয় নয়। সৌরভের মধ্যে রয়েছে ব্যতিক্রমী চিন্তাভাবনা। ঝড় হোক বা অতিভারী বৃষ্টি, দুর্যোগ আসার আগে সর্বদাই অবলা প্রাণীদের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন সৌরভ। সঙ্গে নিজেও সামর্থ্য মতোন সাহায্য করেন।