লজ্জা ভুলে নির্লজ্জ হয়ে ওঠার গল্প নিয়ে ওটিটিতে প্রিয়াঙ্কা সরকার

শ্রেয়া সাহা
প্রকাশিত: 12/03/2024   শেষ আপডেট: 13/03/2024 2:51 p.m.
instagram.com/hoichoi.tv

আঘাত কত প্রকার? এর উত্তর রয়েছে কী?

ভাষা কত প্রকার? তার উত্তর অজানা না হলেও, আঘাত কত প্রকার? এর উত্তর রয়েছে কী? শারীরিক আঘাতই কী স্রেফ আঘাতের পর্যায়ে স্থান পায়? মৌখিক আঘাতের বিচার মিলবে কোথায়? নারী দিবসের প্রেক্ষিতে হইচইয়ে মুক্তি পেল 'লজ্জা'র ট্রেলার। 'ভার্বাল অ্যাবিউস' বা মৌখিক অপমান যে কীভাবে একটি মানুষকে দিনের পর দিন শেষ করে দিতে পারে, ঠিক কীভাবে প্রভাব পড়ে মনে সেই নিয়েই আসছে 'লজ্জা'।

অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। ২২ মার্চ, হইচইয়ের পর্দায় মুক্তি পেতে চলেছে 'লজ্জা'।

প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে অভিনয় করছেন অনুজয় চট্টোপাধ্যায়। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, খেয়ালি দস্তিদার, স্নেহা চট্টোপাধ্যায়, শাওলি চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ মজুমদারদের।