দেশে পাত্তা না পেলেও, বিদেশের মাটিতে সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা Laal Singh Chaddha

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/08/2022   শেষ আপডেট: 23/08/2022 9:26 p.m.
-facebook

আমির খানের 'লাল সিং চাড্ডা' গত একসপ্তাহে বিদেশের বাজারে আয় করেছে ৭.৫ মিলিয়ন ডলার

আমির খানের ১৮০ কোটির লাল সিং চড্ডা (Laal Singh Chaddha) বক্স অফিসে একেবারে ধুঁকছে। বক্স অফিসে একেবারে মুখ থুবরে পড়ার পর ডিজিটাল প্ল্যাটফর্মেও আশা হারাচ্ছে আমির খান ও করিনা কপুরের নতুন ছবি 'লাল সিং চড্ডা'।

সূত্রের খবর ছবির ব্যর্থতায় মন খারাপ আমিরের। তাই এবার লম্বা ব্রেক নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছেন আমির খান (Aamir Khan)। বলিউডের এক সংবাদমাধ্যম বলছে, দু'মাসের জন্য আমেরিকায় (USA) ছুটি কাটাবেন আমির। 

তবে দেশে আমিরের সিনেমার এই হাল হলেও, জানা যাচ্ছে, বিদেশে এই মুহূর্তে (২০২২) আমিরের 'লাল সিং চড্ডা' সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা। এমনকি সম্প্রতি বিশ্বের বাজারে হিট ফিল্মের তকমা পাওয়া 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি', ভুলভুলাইয়া-২, 'কাশ্মিরী ফাইলস'-কেও ছাপিয়ে গিয়েছে আমিরের এই ছবি। 

রিপোর্ট বলছে, আমির খানের 'লাল সিং চাড্ডা' গত একসপ্তাহে বিদেশের বাজারে আয় করেছে ৭.৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে ৫৯ কোটি টাকা।

অন্যদিকে, এবার আমির খানের সিনেমাকে বাংলায় নিষিদ্ধ করতে মামলা দায়ের করলেন বিজেপি নেত্রী। বাংলার সাম্প্রদায়িক শান্তি নষ্ট করতে পারে আমিরের ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha), এমন অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি নেত্রী তথা পেশায় আইনজীবী নাজিয়া ইলাহি খান।