নেতিবাচক মানুষ এবং নেতিবাচকতার কোনও স্থান দেন না 'বেবো', সাক্ষাৎকারে অকপট করিনা কাপুর খান

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/10/2022   শেষ আপডেট: 08/10/2022 10:04 p.m.
করিনা ও সাইফ ছবি সংগৃহীত

এই মুহূর্তে লন্ডনে শুটিংয়ে ব্যস্ত 'গীত', অভিনয়ের সঙ্গে প্রযোজকের আসনেও বসলেন করিনা কাপুর খান

বেশ কিছুদিন ধরেই তাঁর সামাজিক মাধ্যম (Social Media) ইনস্টাগ্রামে (Instagram) চোখ রাখলে দেখা যাচ্ছিল, ছোট ছেলে জেহকে সঙ্গে করে তিনি পাড়ি দিয়েছেন লন্ডনে। নতুন ছবির শুটিং তো বটেই, এবারে তাঁর দক্ষতার মুকুটে যোগ হয়েছে নতুন পালক। হনসল মেহেতার (Hansal Mehta) আগাম ছবিতে একতা কাপুরের (Ekta Kapoor) সঙ্গে প্রযোজনায় হাত মিলিয়েছেন স্বয়ং নবাব-পত্নী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। নতুন ছবির পাশাপাশি সম্প্রতি এক সর্ব ভারতীয় মাধ্যমে একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে 'বেবো' (Bebo) কে জীবনের নেতিবাচকতাকে প্রশ্রয় না দেওয়ার কথা বলতে শোনা গেছে।

করিনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha), বক্স অফিসে সেভাবে জায়গা করে নিতে পারেনি। সব মিলিয়েই ছবি এবং তার কলাকুশলীদের পড়তে হয় জনগণের তোপের মুখে। ধেয়ে আসে বহুল পরিমাণে নেতিবাচকতা। করিনা এক সাক্ষাৎকারে জানান, তিনি সকল নেতিবাচকতা থেকে এবং নেতিবাচক মানুষ থেকে দূরে থাকেন। হতেই পারে মানুষের জীবনে সবসময় হয়ত আনন্দ বিরাজ করে না, কিন্তু সেই মুহূর্তেও ইতিবাচকতা দরকার তাঁর জীবনে। যাঁরা শুধুই নেতিবাচক দিক নিয়েই আঁকড়ে থাকেন, শুধু করিনা কেন, তাঁদের স্থান কারুর জীবনেই হওয়ার কথা নয়।

'হিরোইন' (Heroine) আরও যোগ করেছেন, জীবন খুবই স্বল্প। তাই এমন মানুষ খুঁজতে হবে যিনি আপনার মতই আনন্দমুখর। অনেক সমস্যা থাকলেও যিনি হাসতে ভোলেন না। কোনও মানুষেরই জীবনেই শতাংশ ভাগ সুখ বিরাজ করে না। কিন্তু অভাবের মধ্যেও ইতিবাচক থাকা যায়। রুপোলি পর্দার চরিত্র প্রাণোচ্ছল 'গীত'কে, করিনা হিসেবে বাস্তব জীবনেও ইতিবাচকতায় ভরপুর থাকতে দেখে নেটিজেনরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।