'তান্ডব' নির্মাতাদের মাথা কাটার হুমকি দিয়ে বিপাকে কঙ্গনা, বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অভিনেত্রীর ট্যুইটার হ্যান্ডেল নিষ্ক্রিয় করল ট্যুইটার কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/01/2021   শেষ আপডেট: 20/01/2021 8:38 p.m.
-

তোমাদের বেঁচে থাকা দুষ্কর করে দেব : ট্যুইটারের সিইও'কে পাল্টা হুমকি কঙ্গনা'র

'তাণ্ডব' নিয়ে বিতর্ক চলছেই। আর সেই আগুনেই ঘি ঢালতে বাদ গেলেন না কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বির্তকিত ট্যুইট করে, ট্যুইটার কর্তৃপক্ষের রোষের মুখে কঙ্গনার ট্যুইটার হ্যান্ডেল। বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অভিনেত্রীর ট্যুইটার হ্যান্ডেলে সাময়িকভাবে লাগাম পরালো ট্যুইটার কর্তৃপক্ষ। 

আর এতে চুপ থাকার পাত্রী নন কঙ্গনা, পাল্টা আক্রমণ শানিয়েছেন তিনি। ট্যুইটারের CEO জ্যাক ডোরসে'কে পাল্টা হুমকি দিয়ে কঙ্গনা বলেন, 'তোমাদের বেঁচে থাকা দুষ্কর করে দেব।'

বুধবার কঙ্গনা রানাউত নিজেই ট্যুইট করে সে কথা জানিয়ে দাবি করেন, ‘দেশদ্রোহীরা আমার ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করানোর জন্য উঠে পড়ে লেগেছে। ওরা যদি এটায় সফল হয়, তবে আমি বলে দিচ্ছি, ভার্চুয়াল দুনিয়া থেকে সরে গেলেও বাস্তব জীবনে আসল কঙ্গনার সঙ্গে সাক্ষাৎ হবে সকলের। আমি ওই সব বাবাগুলোর মা!#বব্বর_শেরনী।'

উল্লেখ্য, ১৫ জানুয়ারি অ্যামাজন প্রাইমে ‘তাণ্ডব’ ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তোলপাড় হয় গোটা দেশে। ‘উদ্দেশ্য প্রণোদিত ভাবে হিন্দু দেবদেবীকে অপমান’ করার অভিযোগে এই ওয়েব সিরিজটি বয়কটের দাবি তোলেন অনেকেই। যদিও, এই বির্তকের জেরে পরিচালক আলি আব্বাস জফর সমস্ত কলাকুশলীদের হয়ে ক্ষমা চাওয়ার পরেও বিতর্ক থামেনি। এখানেই শেষ নয়, ইতিমধ্যেই যোগী পুলিশ মুম্বাই পৌঁছে গিয়েছে এই বিষয়ে তদন্ত করার জন্য।