সাড়ম্বরে চলছে রেড রোডের কার্নিভাল, কবীর সুমনের আর্জি খারিজ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/10/2022   শেষ আপডেট: 08/10/2022 5:34 p.m.
instagram.com/being_rifon

অনুগ্রহ করে কলকাতার কার্নিভাল এ বছরের মতো বন্ধ করে দাও : কবীর সুমন

গতকাল প্রথমবারের জন্য জেলায় জেলায় কার্নিভালের পর আজ রেড রোডে চলছে দুর্গাপুজোর কার্নিভাল। মালনদীতে এতো বড়ো একটি দুর্ঘটনার পর, এই কার্নিভাল বাতিলের জন্য সরব হয়েছিলেন অনেকেই। মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করে আজ সকালেও এ বিষয়ে নিজের মতামত জানান কবীর সুমন (Kabir Suman)। কার্নিভাল বাতিলের সিদ্ধান্ততেই "হ্যাঁ" জানিয়ে তিনিও ফেসবুকে লিখেছেন, "মাননীয়া, আমি তোমার বিরোধী নই। মুখ্যমন্ত্রী হিসেবে এই রাজ্যে যে জনহিতকর কাজগুলি তুমি করেছ, করে চলেছ সেগুলির তুলনা নেই। আজ আমার একটি অনুরোধ: মালবাজারে প্রাকৃতিক বিপর্যয়ে আমাদের সহনাগরিকদের যে আকস্মিক প্রাণহানি ঘটল তা মনে রেখে তুমি অনুগ্রহ করে আজকের কার্নিভাল বাতিল করে দাও। মুখ্যমন্ত্রী হিসেবে তোমার কোনটা করণীয় কোনটা করণীয় নয় তা বলে দেবার আমি কে? তিয়াত্তরে চলতে থাকা তোমার এক সহনাগরিক হিসেবে আমি তোমায় অনুরোধ করতে পারি মাত্র। মাননীয়া, মালবাজারের অকালমৃত ও তাঁদের শোকবিহ্বল পরিবারবর্গের কথা ভেবে তুমি আজকের কার্নিভাল বন্ধ রাখো।"

পরে তাঁর সংযোগ, "অনুগ্রহ করে কলকাতার কার্নিভাল এ বছরের মতো বন্ধ করে দাও। সামনের বছর না হয় আবার হবে।" প্রসঙ্গত, এবছর ইউনেস্কোর (UNESCO) তরফে ইনট্যানজিবেল হেরিটেজের তকমা পেয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। সেই উপলক্ষে আনন্দ-আয়োজন একটু বেশিই। অন্যবারের মতোন শুধু কলকাতাতে নয়, বরং জেলাতেও হয়েছে পুজোর কার্নিভাল। রেড রোড নিয়েও প্রস্তুতি তুঙ্গে। তবে দুর্গাপুজোর শেষদিনেই রাজ্যে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরবঙ্গের মাল (Maal) নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে তলিয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। আহত হয়েছেন অনেকেই। জলপাইগুড়িতে বাতিল হয়েছে কার্নিভাল। শোকের ছায়া সর্বত্র। তবে শেষ মুহুর্তে বাতিল হয়নি অন্য জেলার কার্নিভাল।