তাপপ্রবাহের মধ্যেই স্কুল নয়, বাড়ল ছুটি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/05/2023   শেষ আপডেট: 31/05/2023 9:30 p.m.
unsplash.com/photos

১৫ জুন থেকে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলি খুলবে বলে জানান মুখ্যমন্ত্রী

স্কুল খোলার কথা উঠলেও ফের বাড়ল ছুটি। স্কুল খুলবে ১৫ জুন। আজ বুধবার, রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি আরও বর্ধিত করার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ জুন থেকে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলি খুলবে বলে জানান মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, অত্যধিক গরমের জন্য চলতি বছর ২ মে থেকে রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছিল। তবে অবশেষে আজ জানানো হয় ৫ জুন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল এবং ৭ জুন থেকে প্রাথমিক স্কুল খুলবে। কিন্তু এই নির্দেশ প্রত্যাহার করা হয় ২৪ ঘন্টার মধ্যেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, গরম আরও বাড়বে। তাপপ্রবাহ চলবে রাজ্য জুড়ে। তাই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের।