ধনত্রয়োদশীতে অন্য রূপে টলিপাড়া, দেখুন তারকাদের ধনতেরাস লুক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/10/2022   শেষ আপডেট: 23/10/2022 5:20 p.m.
instagram.com/ritabhari_chakraborty

ধনতেরাস দিয়ে সূচনা হয় ৫ দিন ব্যাপী দীপাবলি উদযাপনের

দীপাবলির ঠিক দু'দিন আগে এবং কার্তিক মাসের শুক্লপক্ষের ধনত্রয়োদশী কিংবা ধন্বন্তরি- ত্রয়োদশীই সংক্ষেপে হল ধনতেরাস (Dhanteras 2022)। বলাবাহুল্য, এই উৎসব দিয়েই সূচনা হয় প্রায় ৫ দিন ব্যাপী দীপাবলির উদযাপনের। ধনতেরাস মানেই গোটা দেশের হিন্দুরা এই উৎসবকে অত্যন্ত শুভ বলে মনে করে। যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দোকানে দোকানে এদিন লক্ষ্মী-গনেশও পুজো হয়।

কথিত আছে শাস্ত্রে নাকি বলা হয়েছে, এদিন ধাতব পাত্র ঘরে আনলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে এবং লক্ষ্মী দেবী প্রসন্ন হন। তাই ধনতেরাসের দিন সোনা, রুপোর গয়না ও ধাতব পাত্র কেনার প্রথা রয়েছে হিন্দুধর্মে। তবে অনেকেই জ্ঞানী ব্যক্তি বলে থাকেন, এসব ভুল কথা।

যদিও এই দিনে সোনার জিনিস কেনাতে বেশ বিশ্বাসী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

দেখে নিন তারকাদের ধনতেরাস লুক :