খুকুমনির হোম ডেলিভারির চক্করে বাদ পড়ছে দেশের মাটি

শ্রেয়া সাহা
প্রকাশিত: 24/10/2021   শেষ আপডেট: 24/10/2021 6:02 p.m.
instagram.com/raja_mampi_desher_mati

রাজা-মাম্পির ভক্তদের রাগ এসে পড়ছে রাহুল এবং দীপান্বিতার উপর

স্কুলের গণ্ডি না পেরিয়েও, একেবারে গ্রাম থেকে উঠে এসে কলকাতার বড়ো কোম্পানির দায়িত্ব সামলানো কিংবা মরে গিয়েও আবার গলায় সেলোটেপ লাগিয়ে বেঁচে ওঠা! গল্পের গরু গাছে উঠলেও, একের পর এক ধারাবাহিকের গল্পেই মেতে আছে প্রতিটি বাড়ির অন্দরমহলের সন্ধ্যা।

তেমনই বাংলা ধারাবাহিকের তালিকায় এবার জুড়তে চলেছে আরও এক নতুন ধারাবাহিক। নাম, 'খুকুমণি হোম ডেলিভারি।' ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে এই ধারাবাহিকের গল্প। প্রথমবারের জন্য এই ধারাবাহিকে জুটি বাঁধবে রাহুল এবং দীপান্বিতা।

১লা নভেম্বর ঠিক সন্ধ্যে ৬:৩০ থেকে এই ধারাবাহিক স্টার জলসার পর্দায় দেখা যাবে। কাজেই, বলাবাহুল্য চলতি মাসেই শেষ হবে 'দেশের মাটি'। সেই দুঃখই কুরে কুরে খাচ্ছে রাজা এবং মাম্পি ভক্তদের। 'রাম্পি' ভক্তরা এই সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ, তারা এর আগে অনেকবার দাবি করেছেন, চ্যানেলের তরফ থেকে দেশের মাটি ধারাবাহিককে কোনো রকম গুরুত্বই দেওয়া হয় না। যার ফলে এই ধারাবাহিক টিআরপি তালিকাতেও প্রথম ১০ এর মধ্যে নেই।

তবে 'দেশের মাটি' বন্ধ হয়ে যাচ্ছে নাকি অন্য সময়ে সম্প্রচার হবে এই ধারাবাহিক, তা স্পষ্ট নয়।