TRP : প্রথম স্থানে গাঁটছড়া ও আলতা ফড়িং, একচ্ছত্র মুকুট রইল না মিঠাইয়ের

শ্রেয়া সাহা
প্রকাশিত: 03/02/2022   শেষ আপডেট: 03/02/2022 6:39 p.m.
instagram.com/starjalsha

সেরা পাঁচে জি বাংলা থেকে টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে শুধুমাত্র মিঠাই

'সেরার সেরা মিঠাই' একথা বলার দিন কী তবে শেষ? গত কয়েক সপ্তাহ ধরে এমন ভয় থাকলেও, টিআরপি তালিকার প্রথমেই ছিল মিঠাইয়ের নাম। তবে অবশেষে টিআরপি’র একচ্ছত্র মুকুট আর রইল না মিঠাইয়ের কাছে।

প্রথম স্থান থেকে তাকে কেউ সরাতে না পারলেও তাঁর স্থান দখল করে নিয়েছে জনপ্রিয় দুই ধারাবাহিক। চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ হতেই দেখা গেল, ৯.৮ পয়েন্ট পেয়ে মিঠাই প্রথম স্থানে থাকলেও ওই একই নম্বর পেয়ে প্রথম স্থানে চলে এসেছে আরও দুই নতুন ধারাবাহিক গাঁটছড়া ও আলতা ফড়িং।

দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক মন ফাগুন। তৃতীয় স্থানে ধূলোকণা। চার নম্বর স্থানে আছে ‘আয় তবে সহচরী’, আর পঞ্চম ‘খুকুমণি হোম ডেলিভারি’।

অর্থাৎ সেরা পাঁচে জি বাংলা থেকে টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে শুধুমাত্র মিঠাই। ষষ্ঠ স্থানে রয়েছে 'উমা'। সপ্তম স্থানে 'পিলু', অষ্টম হয়েছে 'এই পথ যদি না শেষ হয়'। নবম 'অপরাজিতা অপু', দশম স্থানে 'গঙ্গারাম'।