সিরিয়াল এগিয়ে নিয়ে যেতে 'নোংরামি'র খেলায় "অনুরাগের ছোঁয়া"

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/09/2023   শেষ আপডেট: 21/09/2023 11:09 a.m.
facebook.com/sudip_talks

এভাবে ধারাবাহিক টেনে নিয়ে যাওয়ার কী মানে? প্রশ্ন নেটিজেনদের

৫০০-এর বেশি এপিসোড পেরিয়েও দর্শকদের মনে এবং টিআরপির তালিকায় নিজেদের জায়গা সহিমায় ধরে রেখেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chowa)। সূর্য-দীপার পাশাপাশি, তাদের দুই মেয়েও এই ধারাবাহিকের অন্যতম টিআরপি পুলার। এখন সপ্তাহে আর পাঁচ কিংবা ছয়দিন নয়, সপ্তাহে সাতদিনই দেখা মেলে 'অনুরাগের ছোঁয়া'। আর তেমনই আকাশ ছোঁয়া টিআরপি।

ধারাবাহিকের গল্প অনুযায়ী, অবশেষে নিজের মেয়েদের আসল পরিচয় জানতে পেরেছে সূর্য। তবে তা দীপার মুখের কথায় নয় বরং লুকিয়ে ডিএনএ টেস্ট করে। অন্যদিকে, মিশিকা মেতেছে 'নোংরা' খেলায়। ফার্টিলিটি ক্লিনিকে গিয়ে মিশিকা জানতে পেরেছে সূর্যর ফ্রোজেন স্পার্ম রাখা রয়েছে। সূর্যকে ফাঁসিয়ে দীপার কাছে ভুল প্রমাণ করে এবার সূর্যর স্পার্ম নিয়ে মিশিকা গর্ভবতী হওয়ার চেষ্টা করছে।

ধারাবাহিকে দেখা গিয়েছে হাসপাতালের বেডে মিশিকা। চিকিৎসক এই জঘন্য কাজ করতে রাজি না হওয়ায়, বেশি পারিশ্রমিক দেওয়ার কথাও বলে মিশিকা। ধারাবাহিক স্রেফ বেশি সময় ধরে টানতে এহেন নোংরামি দেখানোয় সোশ্যালে মন্তব্য নেটিজেনদের।

মন্তব্য নেটিজেনদের -
-