১ মাসে ৪ লাখ শ্রমিককে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম, দানের তালিকা প্রকাশ করে লজ্জিত অমিতাভ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/05/2021   শেষ আপডেট: 12/05/2021 6:39 a.m.
flickr

অমিতাভ এই ১ বছরে কি কি দান খয়রাতি করেছেন তার সমস্ত হিসাব দিলেন

অনেকেই অমিতাভ বচ্চন এর ব্যাপারে কটাক্ষ করে থাকেন অমিতাভ নাকি শুধুমাত্র নেটদুনিয়ায় সক্রিয় থাকেন সবসময় এমনিতে কোন কাজ করেন না। তাই এবারে নেটাগরিকদের এই অভিযোগের যোগ্য জবাব দিতে অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) তার দানের হিসাব সামনে আনলেন সম্প্রতি তেগ বাহাদুর হাসপাতালে করোনা কেয়ার ইউনিটে ২ কোটি টাকা দান করেছেন তিনি। তারপর তিনি তার গত এক বছরের দানের তালিকা সামনে এনেছেন। তিনি জানিয়েছেন গত বছর তিনি এবং তার পরিবার সর্বপ্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল করোনাভাইরাসে বিপর্যস্ত দিনমজুরদের দিকে। ১ মাস দেশের ৪ লক্ষ শ্রমিককে খাবারের বন্দোবস্ত করে নিয়েছিলেন তিনি।

এছাড়াও যারা চিকিৎসা কর্মী রয়েছেন তাদের জন্য পিপিই কিট কিনে দেওয়ার বন্দোবস্ত করেছিলেন তিনি। তিনি জানিয়েছেন ব্যক্তিগত তহবিল থেকে তিনি এই খরচ করেছেন। এছাড়াও শিখ জনসেবা সংগঠন কে দান করেছেন তিনি। তার পাশাপাশি বহু পরিযায়ী শ্রমিক কে ঘরে ফেরার ব্যবস্থা করে দিয়েছিলেন বলিউডের শাহেনশাহ। এছাড়াও যাতায়াতের সুবিধার্থে একটি ট্রেনের বন্দোবস্ত করে দিয়েছিলেন তিনি। তাছাড়া বাসের বন্দোবস্ত করা তো ছিলই। তার পাশাপাশি রাজধানীর শিক গুরুদুয়ার ব্যবস্থাপক সমিতির সভাপতি মঞ্জিন্দর সিং সির্সা জানিয়েছেন, অমিতাভ বচ্চন ৩০০ শয্যা বিশিষ্ট এই সেন্টারে সমস্ত অক্সিজেন সিলিন্ডার এর ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন। এছাড়াও জানা যাচ্ছে, বচ্চন পরিবার নাকি দুই অনাথ শিশুকে দত্তক নিয়েছে। তবে এ সমস্ত দান খয়রাতির হিসাব তুলে ধরে বিগবি নিজেই অত্যন্ত লজ্জিত। তারমতে, দান করে তা কখনো জানাতে নেই, তাহলে যিনি দিচ্ছেন এবং যাকে দিচ্ছেন দুজনই ছোট হয়ে যাচ্ছেন।