বদলাবে রাজ্যের শিক্ষাব্যবস্থা, মাধ্যমিকের আগেই বেছে নেওয়া যাবে পছন্দের স্ট্রিম

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/05/2022   শেষ আপডেট: 25/05/2022 4:07 p.m.
instagram.com/nalanda.school

এবার মাধ্যমিক স্তর থেকেই ছাত্রছাত্রীদের পছন্দের স্ট্রিম বেছে নেওয়ার সুযোগ থাকছে

আমূল বদলে যাচ্ছে বর্তমান শিক্ষাব্যবস্থা। উচ্চ মাধ্যমিক নয়, এবার মাধ্যমিক স্তর থেকেই ছাত্রছাত্রীদের পছন্দের স্ট্রিম (কলা, বাণিজ্য, বিজ্ঞান) বেছে নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। রাজ্যের নবগঠিত সিলেবাস কমিটি অন্তত এমনই চিন্তাভাবনা করছে বলে সূত্রের খবর। কমিটির অভ্যন্তরীণ বৈঠকে এমনই প্রস্তাবের কথা উঠে এসেছে বলে জানা গিয়েছে সূত্র মারফত। যদিও পুরো বিষয়টিই আপাতত রয়েছে ভাবনার স্তরে। মেন্টরদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিলেবাস কমিটি।

বর্তমানে আইসিএসই বা সিবিএসই স্কুলগুলির পড়ুয়ারাও একইভাবে বিষয় বাছাই করে নিতে পারে নবম শ্রেণি থেকে। তাই রাজ্যের বোর্ডও একই দিকে হাঁটতে চলেছে।

এই বিষয়ে সিলেবাস কমিটির এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, "যারা ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়তে চায়, তাদের কলাবিভাগের বিষয়গুলি অত বিস্তারিত না পড়লেও চলে। আবার বাণিজ্য যাদের পছন্দের স্ট্রিম, তারা কেনই বা পদার্থবিদ্যার খুঁটিনাটি পড়বে? তার চেয়ে নিজস্ব বিষয় নিয়ে ছোটবেলা থেকে পড়াশোনা করলেই কেরিয়ারে সুবিধা হবে।"