অক্সফোর্ড অভিধান ২০২০-তে স্থান পেল 'আত্মনির্ভরতা'

শ্রেয়া সাহা
প্রকাশিত: 02/02/2021   শেষ আপডেট: 02/02/2021 4:22 p.m.
-

এর আগেও আধার, সংবিধান, নারী শক্তি অক্সফোর্ড অভিধানে স্থান করে নিয়েছিল

অক্সফোর্ড অভিধানে ২০২০ সালের হিন্দি শব্দ হিসাবে ঠাঁই পেল 'আত্মনির্ভরতা'৷ মূলত, করোনার ভয়াবহ পরিস্থিতি ও লাদাখ সীমান্তের রেশ কাটাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত ভাষণেই বারংবার 'আত্মনির্ভর' ভারতের বার্তা দিয়েছিলেন। বলেছিলেন, অন্য দেশের পণ্য না ব্যবহার করে ভারতীয় পণ্য ব্যবহার করতে। ব্যান করেছিলেন একাধিক চিনা অ্যাপ, আর যার ফলে সেই অ্যাপের পরিবর্তনেই একাধিক দেশীয় অ্যাপ রমরমিয়ে চলছে। আর এই সমস্ত পরিবর্তনের ফলস্বরূপ অক্সফোর্ড অভিধানে ২০২০ সালের হিন্দি শব্দ হিসাবে ঠাঁই পেল 'আত্মনির্ভরতা'।

ভাষা বিশেষজ্ঞ কৃত্তিকা অগ্রওয়াল, পুনম নিগম সহায় এবং ইমোজেন ফক্সেল'র একটি প্যানেল এই ভাষাটি বেছে নিয়েছিলেন। এই শব্দে কোভিড অতিমারীর ২০২০-এর বছরের চরিত্র, মেজাজ কিংবা ধারাবাহিক ভাবনার প্রতিফলন রয়েছে৷ আত্মনির্ভরতার মধ্যে দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে বলেই মনে করছে অক্সফোর্ড৷

অক্সফোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, "সম্প্রতি প্রধানমন্ত্রী যখন করোনা মহামারি থেকে দেশের পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করেন, তিনি শুধু দেশকেই অর্থনৈতিক ও সামাজিক ভাবে আত্মনির্ভর হয়ে উঠতে বলেননি, তিনি দেশবাসীর মধ্যেও আত্মনির্ভরতার সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছেন৷ প্রধানমন্ত্রীর ভাষণ অনুসরণ করে 'আত্মনির্ভরতা' শব্দের ব্যবহার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে এবং ভারতবাসীর শব্দতালিকায় উপযোগিতা বৃদ্ধি হয়েছে।"

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ম্যানেজিং ডিরেক্টর শিবারামাকৃষ্ণান ভেক্টটেশ্বরন বলছেন, "এই অভূতপূর্ব বছরে আত্মনির্ভরতা দেশের জনগণের মধ্যে এক অনুরণন তৈরি করেছে এবং করোনাকালে অর্থনীতির পুনরুজ্জীবনের পথ দেখাচ্ছে৷" 

প্রসঙ্গত, এর আগেও আধার, সংবিধান, নারী শক্তি অক্সফোর্ড অভিধানে স্থান করে নিয়েছিল।