পাঠ্যবই খুঁটিয়ে পড়াই মাধ্যমিকে সাফল্যের মূল মন্ত্র, জানাচ্ছেন মেধাবীরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/05/2023   শেষ আপডেট: 19/05/2023 1:23 p.m.
instagram.com/nalanda.school

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে যুগ্ম তৃতীয় স্থান অধিকার করেছে মাহির হাসান

মাধ্যমিকে (Madhyamik Result 2023) প্রথম হয়েছে কাটোয়ার দেবদত্তা মাঝি। ৭০০-র মধ্যে ৬৯৭ নম্বর পেয়ে মাধ্যমিকের মেধাতালিকার (Madhyamik Merit List) শীর্ষ স্থানে উঠে এসেছে পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী গার্লস হাইস্কুলের দেবদত্তা। দ্বিতীয় স্থানে বর্ধমানের মিউনিসিপাল স্কুলের শুভম পাল, মাধ্যমিকে ৭০০-র মধ্যে ৬৯১ পেয়েছে শুভম। "সমাজে এমন বহু মানুষ রয়েছেন, যাঁরা অর্থের অভাবে বা সাহায্যের অভাবে উপযুক্ত চিকিৎসার ক্ষেত্রে অনেকরকম অসুবিধা হয়", তাই ডাক্তার হয়ে তাঁদের চিকিৎসা করতে চান শুভম।

যারা ভবিষ্যতে মাধ্যমিক দেবে, তাদের জন্য শুভমের পরামর্শ, পরীক্ষার্থীরা যেন পাঠ্যবই একেবারে খুঁটিয়ে পড়ে। তার মতে, এটাই হল সাফল্যের জাদুকাঠি।

যুগ্মভাবে দ্বিতীয় রিফাত হাসান সরকার। বর্তমানে শিলিগুড়িতে একটি বেসরকারি ট্রেনিং ইনস্টিটিউটয়ে পড়াশোনা করছে রিফাত। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে মাহির হাসান। তার প্রাপ্ত নম্বর ৬৯০। যুগ্ম ভাবে তৃতীয় হয়েছেন উত্তর ২৪ পরগণার সৌম্যদীপ মল্লিক, বেড়াচাঁপা উচ্চ বিদ্যালয়।