দশম দ্বাদশ এর সিলেবাস নিয়ে বড় ঘোষণা সিবিএসইর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/07/2021   শেষ আপডেট: 06/07/2021 7:46 a.m.

আগামী শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষানীতি ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা বোর্ড

ছাত্র ছাত্রীদের সিলেবাসের বোঝা কমিয়ে পরীক্ষা পদ্ধতি আরো সহজ করার জন্য উদ্যোগী হলো কেন্দ্রীয় স্কুলশিক্ষা এবং উচ্চ শিক্ষা বোর্ড সিবিএসই। নতুন বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়ে দিয়েছে আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষে নতুন করে সিলেবাস পরীক্ষা পদ্ধতি লাগু করা হবে। পরবর্তী শিক্ষাবর্ষে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে দুটি ভাগে। প্রতি ভাগে ৫০ শতাংশ করে সিলেবাস থাকবে এবং এর মাধ্যমে সিলেবাসের বোঝা কমিয়ে পরীক্ষা পদ্ধতি আরো সহজ করা যাবে বলে মনে করছে সিবিএসই।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির সিলেবাস মোট দুটি ভাগে রাখা হবে। প্রতিক্ষেত্রে মাথায় রাখা হবে বিষয়গুলির মধ্যে যেন সংযোগ থাকে। এছাড়াও পড়ুয়াদের কোনরকম ভাবে যেনো পড়তে অসুবিধা না হয় তার দিকে খেয়াল রাখবে বোর্ড। প্রতি সেকশনের সিলেবাস শেষ হলে তার পরীক্ষা আলাদা ভাবে গ্রহন করতে চলেছে সিবিএসই।