শীঘ্রই প্রকাশিত হবে CBSE'র দশম, দ্বাদশের প্রথম ধাপের রেজাল্ট, কিভাবে দেখবেন ফলাফল?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/02/2022   শেষ আপডেট: 21/02/2022 11:06 a.m.

২৬ এপ্রিল থেকে শুরু হবে পরীক্ষার দ্বিতীয় ধাপ

শীঘ্রই প্রকাশিত হতে চলেছে CBSE'র দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রথম ধাপের ফলাফল। একাধিক মাধ্যম থেকে পাওয়া সূত্রের খবর অনুযায়ী, এ সপ্তাহেই প্রকাশিত হতে পারে ফলাফল। তবে অফিসের তরফে এখনও কোনও নির্দেশিকা জারি করা হয়নি। উল্লেখ্য, প্রথম ধাপের ফলপ্রকাশের পর শুরু হবে দ্বিতীয় টার্মের পরীক্ষা। সম্প্রতি বোর্ডের তরফে ঘোষণা করা হয়, আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে পরীক্ষার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে অফলাইন মোডে (Offline mode)।

এবিষয়ে গত ৯ ফেব্রুয়ারি CBSE'র এক্সামিনেশন কন্ট্রোলার সান্যাম ভরদ্বাজ জানান, “বিভিন্নজনের সাথে পরামর্শ করে এবং দেশে বর্তমান কোভিড পরিস্থিতি নজরে রেখে বোর্ড এক্সামের দ্বিতীয় ধাপগুলি কেবলমাত্র অফলাইন মোডেই নেওয়া হবে। আগামী ২৬ এপ্রিল, ২০২২ থেকে শুরু হবে লৈখিক পরীক্ষা। শীঘ্রই জারি করা হবে পরীক্ষার দিনক্ষণ”। তিনি আরও জানান, আগের মতোই নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের।

কিভাবে দেখা যাবে ফলাফল?
  • ফল ঘোষণার পর ছাত্রদের যেতে হবে CBSE'র হোমপেজ cbse.nic.in-এ।

  • হোমপেজে গিয়ে 'results' লিঙ্কে ক্লিক করতে হবে।

  • সেখান থেকে ছাত্র-ছাত্রীরা পৌঁছে যাবেন নতুন ওয়েবপেজ http://cbseresults.nic.in-এ।

  • ওয়েবপেজে আলাদা করে দেওয়া থাকবে দশম এবং দ্বাদশ শ্রেণীর রেজাল্টের লিঙ্ক।

  • লিঙ্কটি খুলে রোল নাম্বার-সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলেই দেখা যাবে রেজাল্ট।

পাশাপাশি ডিজি-লকার (Digilocker) এবং উমাং (UMANG) অ্যাপের মাধ্যমেও নিজেদের রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা।