সাইক্লোন মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/10/2022   শেষ আপডেট: 20/10/2022 7:48 p.m.
সাইক্লোন ~pixabay

বঙ্গে ২৫ অক্টোবর এই বিধ্বংসী সাইক্লোন আছড়ে পড়তে পারে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং! (Cycole Sitrang)। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আন্দামান সাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এবং এই নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হবে ২২ অক্টোবর অর্থাৎ শনিবার। কাজেই আলোর উৎসবে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। তবে বঙ্গে ২৫ অক্টোবর এই বিধ্বংসী সাইক্লোন আছড়ে পড়তে পারে। তাই সাইক্লোন মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।

বৃহস্পতিবার নবান্নের (Nabanna) তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য কালীপুজো ও দীপাবলিতে (Diwali) সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। যারা বর্তমানে ছুটিতে রয়েছেন, তাঁদের ২২ অক্টোবরের মধ্যেই কাজে যোগ দিতে হবে। এছাড়াও আগামীকাল সিত্রাং মোকাবিলায় বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, হাওয়া অফিস বলছে, এই ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূল। নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে ২৫ তারিখ অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ‘সিত্রাং’। ফলে কালীপুজোর পরদিন রাজ্যে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর।