কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে ব্রতী রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/01/2022   শেষ আপডেট: 29/01/2022 10:58 a.m.
নবান্ন - নিজস্ব চিত্র

'উৎকর্ষ বাংলা' প্রকল্পের মাধ্যমে ছেলেমেয়েদের যুগোপযোগী স্কিল ডেভেলপমেন্টে জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

নতুন কর্মংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার। "উৎকর্ষ বাংলা"র (Utkarsha Bangla) মাধ্যমে আরও ২ লক্ষ কর্মসংস্থান করতে চলেছে পশ্চিমবঙ্গ (West Bengal) সরকার। রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী স্পষ্টতই জানিয়েছেন, এখন থেকে বাজারের চাহিদা বুঝেই ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই সব প্রশিক্ষিত দের চাকরি নিশ্চিত করতে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জেলাভিত্তিক প্রতিটি শিল্পের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে প্রশাসনিক স্তরের আমলাদের নিযুক্ত করা হয়েছে। প্রতিটি জেলায় একজন ডব্লুবিসিএস আধিকারিককে (WBCS Officer) নোডাল অফিসার (Nodal officer) হিসেবে নিয়োগ করা হয়েছে। মহকুমা (Subdivision) এবং ব্লক (Block) স্তরে নিযুক্ত আধিকারিকেরা প্রশিক্ষণের ব্যাপারে নানারকম তথ্য দিচ্ছেন। প্রশিক্ষণ দানকারী সংস্থাগুলি চাকরি প্রদানের অঙ্গীকার নিচ্ছেন। কোর্স শেষে চাকরি নিশ্চিত করতে বিভিন্ন প্রশিক্ষণ দানকারী সংস্থার কাছ থেকে অঙ্গীকারপত্র (লেটার অব ইন্টেন্ট) নেওয়া হচ্ছে। পাশাপাশি, আধা দক্ষ কর্মীদেরও কাজের সুবিধে মিলবে। শহর ও গ্রামাঞ্চলে কাজের মজুরি হতে পারে যথাক্রমে, ৩৮০ ও ৩৫০ টাকা।

পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত আইটিআই (ITI) কলেজগুলির সঙ্গে গত মঙ্গলবার বৈঠক করেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী হুমায়ুন কবীর (Humayun Kabir)। পলিটেকনিক (Polytechnic) কলেজগুলোর সাথেও আলোচনা চলে। প্রত্যেকটি আইটিআই ও পলিটেকনিক কলেজের সঙ্গে অন্ততপক্ষে দু’টি করে বাণিজ্যিক প্রতিষ্ঠানকে যুক্ত করার চিন্তাভাবনা করা হচ্ছে, যাতে চাকরিতে কর্মীদের নিয়োগ সুনিশ্চিতকরন সুবিধাজনক হবে। তথ্য অনুযায়ী, রিটেল ম্যানেজমেন্ট (Retail Management) এবং ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট (Front Office Management), এই দু’টি ক্ষেত্রে সাধারণত প্রশিক্ষিত কর্মচারীর চাহিদা সবথেকে বেশি। এছাড়া, প্লাম্বিং (Plumbing), মেকানিক্যাল (Mechanical) বা ফিটিংয়ের (Fitting) মতো কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীদের চাহিদাও আছে।