COVID : ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বহাল বিধিনিষেধ, চলবে না লোকাল ট্রেনও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/09/2021   শেষ আপডেট: 15/09/2021 2:51 p.m.
করোনা ভাইরাস unsplash @cdc

ফের ঊর্ধ্বমুখী সংক্রমনের গ্রাফ

আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রনে থাকলেও রাজ্যে কোভিডের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। তাই ঝুঁকি না নিয়ে বাড়ানো হল করোনা নিয়ন্ত্রনের বিধিনিষেধ। সূত্রের খবর, ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিধিনিষেধের এই কড়াকড়ি। তাছাড়া লোকাল ট্রেন চালানো নিয়েও এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য। ফলে এমাসেও লোকাল ট্রেনের চাকা গড়ানোর আশা ক্ষীণ। তবে স্টাফ স্পেশাল ট্রেন চলবে আগেই মতোই। রাতের গতিবিধির উপরেও থাকবে বিধিনিষেধের নিয়ন্ত্রন। আগের মতোই রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চলবে নাইট কার্ফু।

রাজ্যে করোনা আক্রান্তের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭০৩। ১৩৮ জন আক্রান্তের সাথে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। মঙ্গলবারের তথ্যের পর এই নিয়ে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২,৫৮,১১৭ জন। বেড়েছে দৈনিক মৃত্যুও। গতকাল সংক্রমনে মৃতের সংখ্যা ১২। ৫ টি মৃত্যুর সাথে দৈনিক মৃত্যুর নিরিখেও শীর্ষে উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ১২৭ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। ৫৬ জন আক্রান্তের সাথে দৈনিক সংক্রমনের তালিকায় তৃতীয় দক্ষিণ ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় দেশেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ১৭৬ জন। দৈনিক মৃত্যুর সংখ্যা খানিকটা কমে একদিনে ২৮৪। একদিনে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১২ জন।

সংক্রমন সংখ্যা বৃদ্ধির পরিসংখ্যান যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে আম নাগরিকের মনে। বিশেষ করে যখন করোনার তৃতীয় ঢেউ নিয়ে বারবার সতর্ক করছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। সে কারনেই জনগনের সুরক্ষার কথা মাথায় রেখে বিধিনিষেধ বহাল রাখল রাজ্য। পরের মাসেই আবার দুর্গাপূজা। বাঙালীর সবচেয়ে বড় উৎসবের সময় রাজ্যের করোনা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রন করবে প্রশাসন, এখন সেটাই দেখার।