পশ্চিমবঙ্গ জঙ্গিদের আঁতুড়ঘর - বিজেপি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/09/2020   শেষ আপডেট: 20/09/2020 12:28 p.m.
Facebook @dilipghoshbjp

দিলীপ ঘোষ থেকে রাজ্যপাল সবাই দুষছেন রাজ্যকে

মুর্শিদাবাদে এনআইএ-র হাতে ৬ আল কায়দা জঙ্গি ধরা পড়ার সাথে সাথেই গরম রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি সরাসরি জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুললো সরকারের বিরুদ্ধে। দিলীপ ঘোষের অভিযোগ সারা দেশে কোথাও যখন জঙ্গি কার্যকলাপ নেই। শুধু পশ্চিমবঙ্গ আর কেরলে আছে। কারণ ভোট ব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে এই দুই রাজ্যের সরকার জঙ্গিদের আশ্রয় দেওয়ার নীতি নিয়েছে।

অন্যদিকে রাহুল সিনহাও জঙ্গি ইস্যুতে দুষছেন তৃণমূল সরকারকে। তিনি বলেন "৬ জঙ্গি আটক হওয়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে রাজ্য সন্ত্রাসবাদী কাজের আঁতুড়ঘর হয়ে উঠেছে। জঙ্গিরা নিজেদের সুবিধা মতো আশ্রয় নিচ্ছে এই রাজ্যে।"

রাহুল সিনহা কিংবা দিলীপ ঘোষ কিছু বলার আগেই সকালে টুইট করে রাজ্যেকে এই প্রসঙ্গে তিরস্কার করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।