'পাড়ায় শিক্ষালয়'-এর অনুকরণে শহরের বেসরকারি বিদ্যালয়গুলিতে ওপেন এয়ার ক্লাস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/02/2022   শেষ আপডেট: 03/02/2022 10:22 a.m.

বেসরকারি স্কুলের প্রাথমিক থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়ারাও ফিরবে স্কুলে, হবে ওপেন এয়ার ক্লাস

পশ্চিমবঙ্গ সরকারের 'পাড়ায় শিক্ষালয়' এর অনুকরণে এবার প্রথম থেকে সপ্তম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ওপেন এয়ার ক্লাসের অভিনব উদ্যোগ শহরের একাধিক বেসরকারি স্কুলে (Private School)। রাজ্যে বৃহস্পতিবার থেকে স্কুল খুলছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য। অন্যদিকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের আগামী সোমবার থেকে শুরু হচ্ছে 'পাড়ায় শিক্ষালয়'। এবার সেই ধাঁচেই শহরের একাধিক বেসরকারি স্কুল, পড়ুয়াদের জন্য ওপেন এয়ার ক্লাস (Open air class) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই প্রসঙ্গে, ফিউচার ফাউন্ডেশন স্কুলের (Future Foundation School) প্রিন্সিপাল জানিয়েছেন, প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস স্কুলের মাঠেই তারা শুরু করবেন এবং পর্যায়ক্রমে ভিন্ন শ্রেনীর ক্লাস কম সংখ্যক পড়ুয়াদের নিয়ে হবে, পড়াশোনার সাথে খেলাধূলা এবং পাঠক্রম বহির্ভূত অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডও চলবে। অপরদিকে, রামমোহন মিশন হাইস্কুলের (Rammohan Mission High School) তরফে জানানো হয়েছে, খেলার মাঠেই শুরু হবে পঠন পাঠন এবং পার্শ্ববর্তী অন্যান্য স্কুলগুলি কেও জানানো হয়েছে খোলা মাঠ বা উন্মুক্ত প্রাঙ্গণেই ক্লাসের বিষয়ে উদ্যোগ নিতে। শিক্ষামন্ত্রী (Minister Of Education) ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন 'পাড়ায় শিক্ষালয়' এর ধাঁচে বেসরকারি স্কুলগুলির 'ওপেন এয়ার ক্লাস' এর উদ্যোগ প্রশংসনীয়। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। 'পাড়ায় শিক্ষালয়' শুরু হচ্ছে সোমবার থেকে, পর্যায়ক্রমে হবে ক্লাস। স্কুল গুলোতে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলা ও নাচগানের ব্যবস্থা থাকবে। কাজেই, বেসরকারি প্রতিষ্ঠানগুলির উদ্যোগে প্রথম থেকে সপ্তম শ্রেণীর ছাত্রদের জন্য ওপেন এয়ার ক্লাস অতিমারী পরবর্তী সময়ে শিক্ষাভবনে নবদিগন্তের সূচনা করবে।