পানিহাটি হত্যাকাণ্ডে নয়া মোড়, বিস্ফোরক মন্তব্য দুই ধৃতের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/03/2022   শেষ আপডেট: 20/03/2022 5:24 p.m.
গ্রেফতার ~প্রতীকী ছবি

আদালতে তোলার মুহূর্তেই খুনের কথা স্বীকার করে দুই ধৃত

পানিহাটি হত্যাকাণ্ডে নয়া মোড়। বিস্ফোরক মন্তব্য দুই ধৃতের। আজ শেখ বসির এবং মহম্মদ আসিফকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলার সময় খুনের কথা নিজের মুখে স্বীকার করে নেন তারা। তবে সেই সঙ্গে তাদের মন্তব্য, বাবার খুনের বদলা নিতে মহম্মদ আরমানকে তারা খুন করেছে।

ধৃতরা এদিন পুলিশকে জানায়, ২০০৭ সালে মহম্মদ আসিফের বাবা মহম্মদ রিয়াজকে কুপিয়ে খুন করে আরমান। তার ঠিক পাঁচ বছর পর ২০১২ সালে শেখ বসিরের বাবা উজির আলি নস্করকেও কুপিয়ে এবং গুলি করে খুন করে আরমান। সেই সাজা খেটেই ১৫ দিন আগে জেল থেকে ছাড়া পায় আরমান। এরপর তাদেরও নাকি খুনের হুমকি দিচ্ছিল বারংবার। সব জ্বালা মেটাতেই কার্যত আরমানকে খুন করে তারা।

প্রসঙ্গত, শনিবার বিকেলে ৭ নম্বর ওয়ার্ডের আগরপাড়া নয়াবস্তিতে খুন হয় শেখ আরমান। রাস্তা থেকে উদ্ধার হয় তার রক্তাক্ত দেহ।আরমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথা ইট দিয়ে থেঁতলে খুন করে শেখ বসির এবং মহম্মদ আসিফ।