বসিরহাটের মানুষের 'দুয়ারে দুয়ারে' পৌঁছলেন সাংসদ নুসরাত জাহান

রিচা রায়
প্রকাশিত: 05/12/2020   শেষ আপডেট: 05/12/2020 9:10 p.m.
নুসরাত জাহান - instagram @nusratchirps

বসিরহাটে এসে নুসরাত জানান, 'আজ এখানে রাজনীতির কথা বলতে আসিনি, এসেছি মানুষের খোঁজ নিতে'

রাজ্য সরকারের নতুন কর্মসূচী 'দুয়ারে দুয়ারে সরকার' শুরু হয়েছে গত ১লা ডিসেম্বর থেকে। এই কর্মসূচীতে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু প্রভৃতি প্রকল্প রয়েছে। এছাড়াও যারা বিভিন্ন সরকারী প্রকল্প আওতাভুক্ত নন তাদের কে সেই প্রকল্পের আওতায় আনা হবে।

এই কদিনে এই কর্মসূচীর মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছেন। শনিবার সেই দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচী খতিয়ে দেখতে নিজের এলাকা বসিরহাটে পৌঁছলেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। এলাকার মানুষের সমস্ত দাবিদাওয়া, সুবিধা অসুবিধার কথা শোনেন নুসরত। মহিলাদের সঙ্গেও আলাদা করে কথা বলেন তিনি।

এর আগে আমফান এবং করোনা পরিস্থিতিতেও নুসরাত এসছিলেন বসিরহাটে। এদিনও এই পরিস্থিতি তে সবাই ভাল আছে কিনা খবর নেন এলাকার মানুষের। নুসরাত বলেন, আজ তিনি কোন রাজনীতির কথা বলার জন্য আসেননি। এসছেন মানুষের খোঁজখবর নিতে। রাজ্যের মুখ্যমন্ত্রীও তাই চান যে রাজ্যের প্রত্যেকটি মানুষ ভালো থাকুক। এ রাজ্যে মানুষ সুরক্ষিত সেটা মানুষের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে।আর তাই এই দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচীতে মানুষ এত স্বতস্ফূত ভাবে সাড়া দিচ্ছেন।