ফের সাফল‌্যের মুকুট ডায়মন্ড হারবারের মাথায়, রোগী নিখোঁজের সংখ্যা শূন্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/08/2022   শেষ আপডেট: 10/08/2022 12:58 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

রোগী পরিষেবা বা করোনার টিকাকরণের ক্ষেত্রেও প্রথম সারিতে ছিল ডায়মন্ড হারবার

ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ হওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ওপর ছিল বাড়তি চাপ। ডায়মন্ড হারবারকে মডেল করে তুলতে নিরলস কাজ করেছেন তিনি। রোগী পরিষেবা বা করোনার টিকাকরণের ক্ষেত্রেও প্রথম সারিতে ছিল ডায়মন্ড হারবার। এবার ফের নজির গড়ল ডায়মন্ড হারবার।

সম্প্রতি, রাজ্যের কোন স্বাস্থ‌্যজেলার কোন হাসপাতাল থেকে বিগত এক বছরে কত রোগী নিখোঁজ হয়েছে তার একটি সমীক্ষা করে স্বাস্থ‌্য ভবন। তাতে পাঁচ জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এই জেলার মধ্যে রয়েছে - মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, নদিয়া ও মালদহ। এই পাঁচ জেলাকে নবান্নের তরফে সতর্কও করা হয়েছে।

এর পাশাপাশি নাম উঠে এসেছে ডায়মন্ড হারবারের। তবে রোগী নিখোঁজের জন্য নয়। বরং ডায়মন্ড হারবার স্বাস্থ‌্যজেলার কোনও হাসপাতাল থেকেই রোগী নিখোঁজ হয়নি বিগত বছরে। ডায়মন্ড হারবার স্বাস্থ‌্য জেলার কাজে তাই মুগ্ধ স্বাস্থ‌্য দফতরের শীর্ষকর্তারা।