বিধ্বংসী আগুন, মালদায় চোখের নিমেষে ভস্মীভূত তিনটি বাড়ি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/02/2022   শেষ আপডেট: 03/02/2022 6:11 p.m.

সব হারিয়ে কার্যত রাস্তায় তিন পরিবারের বাসিন্দারা

বিধ্বংসী আগুন (fire)। যার জেরে ভস্মীভূত তিনটি বাড়ি। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের দৌলতপুর পঞ্চায়েতের বেজপুরা গ্রামে। ঘটনায় সর্বহারা তিন পরিবার।

সূত্রের খবর, এদিন বেলা বারোটা নাগাদ রফিকুল ইসলাম, ফাজেরুল আলি এবং নাসিমা বেওয়া নামক তিন দিনমজুরের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে আসে বাড়িগুলি। স্থানীয় বাসিন্দারা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হন। শেষপর্যন্ত তুলসীহাটা দমকল অফিস থেকে একটি দমকল এসে কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। তবে ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ি-সহ সমস্ত আসবাবপত্র, খাবার-দাবার, টাকা-গয়না। যদিও কিভাবে লাগল এমন বিধ্বংসী আগুন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘর হারিয়ে রাস্তাতেই বসবাস করতে শুরু করেছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।

প্রসঙ্গত, গতকাল মধ্যরাত্রেও আগুন লাগে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) উস্তির হটুগঞ্জ বাজারে। আগুনের জেরে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। শর্ট সার্কিট থেকেই গতকাল আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।