"কালো" টাকাকে "সাদা" টাকা করছে বিজেপি, কটাক্ষ মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/01/2021   শেষ আপডেট: 11/01/2021 4:19 p.m.
রানাঘাটে মমতা facebook @AITCofficial

বিজেপির নাম হওয়া উচিত, "ভারতীয় জাঙ্ক পার্টি"

একুশে নির্বাচনের আগে তৃণমূল শিবিরকে প্রবল অস্বস্তিতে ফেলেছে তাদের দলের অন্তর্কলহ ও দলবদলের খেলা। তৃণমূল বিদ্রোহী নেতা শুভেন্দু অধিকারী দলবদল করার পর আরো সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূল শিবিরকে। এরইমধ্যে আজ অর্থাৎ সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া ভাষায় জবাব দিয়েছেন। তিনি চাঁচাছোলা ভাষায় বলেছেন, "ওইসব নেতারা নিজেদের কালো টাকাকে সাদা করতে বিজেপিতে যোগদান করছে। বিজেপি তাদের টাকা গচ্ছিত রাখার প্রস্তাব দিয়েছে।" সেইসাথে তিনি বঙ্গ গেরুয়া শিবিরকে "ভারতীয় জাঙ্ক পার্টি" বলে কটাক্ষ করেছেন।

আজ অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়া রানাঘাট মহাকুমার হাবিবপুরের ছাতিমতলা জনসভায় উপস্থিত ছিলেন। সেখান থেকেই তিনি দলত্যাগী ও গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, "গোটা দেশে একনায়কতন্ত্র চলছে। কাউকে সিবিআই এর বা কাউকে ইডি এর ভয় দেখিয়ে দলে নিয়ে নেওয়া হচ্ছে। ওদের ভয় দেখিয়ে বলছে, যদি টাকা রাখতে চাও তাহলে বিজেপিতে চলে এসো। এখানে সব কালো টাকা সাদা হয়ে যাবে। দুনম্বরী করতে হলে বিজেপিতে চলে এস। টাকা মারতে হলে বিজেপিতে চলে এস।" শেষে মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বলেছেন, "এই পার্টির নাম হওয়া উচিত "ভারতীয় জাঙ্ক পার্টি"। সব সংগ্রহ করে ডাস্টবিনে ফেলে দিচ্ছে ওরা। ডাস্টবিন থেকে সেগুলোকে ব্যবহার করলে বিজেপির সাতখুন মাফ। আর তৃণমূল কিছু করলেই ওরা চোর!"