দলত্যাগীরা "দুষ্টু গরু", "কুসন্তান", কালনার জনসভা থেকে কটাক্ষ মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/02/2021   শেষ আপডেট: 09/02/2021 4:27 p.m.
কালনায় মমতা facebook@AITC Official

আজ মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের কালনায় বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ ফুটবল গ্রাউন্ডে জনসভা করছেন

একুশে নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। আর কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। তাই শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখে নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে জনসভা করছেন। আজ অর্থাৎ মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের কালনায় বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ ফুটবল গ্রাউন্ডে জনসভা করছেন। সেই জনসভা থেকেই তিনি একাধারে দলত্যাগী ও গেরুয়া শিবিরের বিরুদ্ধে তীব্র করেছেন। মুখ্যমন্ত্রী আজ নাম না নিয়ে দলত্যাগী শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে "দুষ্টু গরু" ও "কুসন্তান" বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তৃণমূলের দুষ্টু গরুর কোন দরকার নেই। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। নিজেদের দুর্নীতি চাপার জন্য কয়েকটা দুষ্টু গরু হাম্বা হাম্বা করে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। ওরা চলে গিয়েছে, ভালো হয়েছে, পাপ বিদায় হয়েছে। তৃণমূল কংগ্রেসে তারাই থাকবে যারা মানুষের জন্য কাজ করতে চায়।"

এছাড়াও তিনি আজ আরও বলেছেন, "মা ছেলেদের খাইয়ে-দাইয়ে লালন-পালন করে। কিন্তু তারপর মায়ের যখন ছেলেদের দরকার পড়ে তখন তারা যদি ছেড়ে চলে যায় তাহলে তারা বিশ্বাসঘাতক। এই সন্তান হল কুসন্তান।" নাম না নিলেও এটা এক প্রকার স্পষ্ট যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কথাগুলি বলেছেন। আজকের কালনার জনসভা থেকে তিনি গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতাদের বারবার বাংলায় আসা নিয়ে ফের বহিরাগত তত্ত্ব উস্কে মন্তব্য করেছেন, "ওরা সব বহিরাগত। একটা গাড়ি নিয়ে আসে। কৃষকদের পরিবারে গিয়ে ফাইভ স্টার হোটেলের খাবার খায়। আর বলে ছবি তুলুন। বলে পুকুরের জল খাবেন, টিউবলের জল খাবেন, এদিকে নিজেরা হিমালয়ের জল খায়। আসলে যা ছিল বাম, তাই হয়েছে শ্যাম। নেইকো তাদের কোন দাম।"