রেশনের মত দুয়ারে পৌঁছে যাবে স্বাস্থ্যসাথী কার্ড, রায়দিঘি থেকে ঘোষণা মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/04/2021   শেষ আপডেট: 03/04/2021 6:53 p.m.
মমতা বন্দ্যোপাধ্যায় twitter @BanglarGorboMB

দক্ষিণ ২৪ পরগনার এক তৃণমূল প্রার্থীর প্রচারে রায়দিঘিতে জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

একুশে বাংলা বিধানসভা নির্বাচন জোরকদমে শুরু হয়ে গিয়েছে বাংলায়। নির্বাচন শুরুর আগে শাসকদল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কল্পতরু হয়ে উঠেছিলেন। প্রায় প্রতিদিন নতুন নতুন প্রকল্প বাংলার মানুষের জন্য ঘোষণা করেছিলেন তিনি। তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন যে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতে গেলে আর রেশন দোকানে লাইনে দাঁড়াতে হবে সাধারণ মানুষকে।বরং সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন। এবার আজ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে একটি জনসভায় উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রেশনের মতো স্বাস্থ্যসাথী কার্ড বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস বরাবর দাবি করে যে নির্বাচনী মাস্টারপ্ল্যানের মধ্যে সবচেয়ে সাফল্যমন্ডিত প্ল্যান তাদের। বাংলার প্রচুর মানুষ এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়েছে। এই কার্ডের মাধ্যমে সরকারি বা বেসরকারি হাসপাতালে প্রত্যেক পরিবারের জন্য বছরে ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করানো যাবে। এই স্বাস্থ্যসাথী কার্ড তৃণমূল সরকারের দুয়ারে সরকার প্রকল্পের অন্তর্গত ছিল। তৃণমূল মনে করে একুশে বিধানসভায় নির্বাচনে স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্প তাদের ভোটবাক্সে প্রভাব ফেলবে। তাই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো এক ধাপ ওপরে উঠে বলেছেন যে তৃণমূল কংগ্রেস এবারে বিধানসভা নির্বাচনে জিতে গেলে যারা এখনো স্বাস্থ্যসাথী কার্ড পায়নি, তাদের দুয়ারে সরকার পৌঁছে যাবে এবং স্বাস্থ্যসাথী কার্ড দেবে। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলে চলতি বছরের আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর ও ডিসেম্বর ৪ মাস ফের দুয়ারে সরকার প্রকল্প চলবে।