সুব্রত মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ করতে ডিসেম্বরেই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/11/2021   শেষ আপডেট: 29/11/2021 7:27 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

কথা বলবেন জেলাশাসক, বিডিও এবং জনপ্রতিনিধিদের সঙ্গে

ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) স্বপ্নপূরণ করতেই মূলত এই পদক্ষেপ। তাঁর বকেয়া কাজ ও চিন্তাভাবনা বাস্তবায়িত করতেই আগামী মাসের শুরুতেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাবেন মুখ্যমন্ত্রী। যোগ দেবেন প্রশাসনিক সভায়। সঙ্গে নদিয়ার কৃষ্ণনগরেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। কথা বলবেন জেলাশাসক, বিডিও এবং জনপ্রতিনিধিদের সঙ্গে। এখানে তাঁর সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসা বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। এইবারের জেলা সফরে প্রতিটি জায়গায় বরাদ্দ অর্থের কাজ কতটা হয়েছে তা সরাসরি খতিয়ে দেখবেন তিনি।

উল্লেখ্য, সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, 'দ্রুত আবার জেলা সফরে যেতে হবে। সুব্রত দার স্বপ্নপূরণ করতেই হবে।' আর সেই মতোই ডিসেম্বরের শুরুতেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সব ঠিক থাকলে সম্ভবত ৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জেলাশাসক, বিডিও ছাড়াও বিধায়ক, সাংসদরা ছিলেন। তাঁদের কাছে এলাকার উন্নয়নের খতিয়ান নেন মুখ্যমন্ত্রী।