বিচারপতিদের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা, বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর সাথেও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/04/2022   শেষ আপডেট: 22/04/2022 5:17 p.m.
-

আগামী ২৯ এপ্রিল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ৩০ এপ্রিল রাজধানী দিল্লিতে 'চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারি' অনুষ্ঠিত হতে চলেছে যা আসলে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের একটি আলোচনাসভা। সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সেই অনুষ্ঠানে যোগ দিতেই ২৯ এপ্রিল দিল্লি উড়ে যাচ্ছেন মমতা।

মনে করা হচ্ছে, এই সফরে হয়ত প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী। কারণ এই বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদিই। সেক্ষেত্রে দুজনের বৈঠকের একটা অবকাশ থেকেই যাচ্ছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিচারবিভাগের সঙ্গে সম্প্রতি রাজ্যের শাসকদলের একটি ‘পরোক্ষ বিবাদ’ প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিভিন্ন কেসের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এনভি রমাণার কাছে অভিযোগও জানান। আর এবার ভরা বৈঠকে দেশের প্রধান বিচারপতি এবং অন্য রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্মুখে মমতার উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে উপনির্বাচনে জয়লাভের পর এই প্রথম মোদি মমতা মুখোমুখি হতে চলেছেন। বিজেপি উপনির্বাচনে‌ও কোনো লাভ করতে পারেনি। উপরন্তু বিজেপির একটি লোকসভা আসন জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। মূল বিধানসভা নির্বাচনের পাশাপাশি উপনির্বাচনেও পরাজিত গেরুয়া শিবির। এরফলে অর্ন্তকলহ তৈরি হয়েছে রাজ্য বিজেপিতে। তদুপরি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগদান করেননি প্রধানমন্ত্রী। ফলত মোদি মমতার মুখোমুখি সাক্ষাৎয়ে কে কি বলতে চলেছেন, তার দিকেই নজর থাকবে সকলের।