‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ থেকে ‘বাংলার বাড়ি’, দিদি আঁকছেন নতুন ‘লোগো’

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/08/2021   শেষ আপডেট: 07/08/2021 9:45 p.m.
https://twitter.com/PMOIndia

‘বাংলার বাড়ি’ প্রকল্পের নির্মিত প্রতিটি বাড়ির দেওয়ালেই এঁকে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর আঁকা এই লোগো

কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের নাম বদলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তার মধ্যে একটি ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’। যার নাম পাল্টে এ রাজ্যে রাখা হয়েছে ‘বাংলার বাড়ি’। এবার সেই প্রকল্পে নতুন লোগো সংযোজিত করতে চলেছে রাজ্য, যার শিল্পী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই নতুন লোগো প্রকাশ করবে রাজ্য সরকার।

যদিও এর আগেও মুখ্যমন্ত্রীর এইভাবে কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে সরব হয়েছিল রাজ্যের মুল বিরোধী দল বিজেপি, তবে সে বিষয়ে আমল দিতে একেবারেই রাজি নয় রাজ্য সরকার। তাঁদের কথায়, যে প্রকল্পে কেন্দ্রের পাশাপাশি রাজ্যকেও টাকা দিতে হয়, সেই প্রকল্পে কেবল প্রধানমন্ত্রীর নাম কেন থাকবে? প্রসঙ্গত, ‘আবাস যোজনা’ প্রকল্পে কেন্দ্র সরকার দেয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা, আর রাজ্য সরকারকে দিতে হয় ১ লক্ষ ৫০ হাজার টাকা। পাশাপাশি উপভোক্তাকেও ২৫ হাজার টাকা করে দিতে হয়।

তবে কেবলমাত্র কাগজে বা ইন্টারনেটেই নয়, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নির্মিত প্রতিটি বাড়ির দেওয়ালেই এঁকে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর আঁকা লোগো, এমনটাই খবর সুত্রের।