বাংলায় এবার পালিত হবে 'খেলা হবে' দিবস, বিধানসভা অধিবেশনে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/07/2021   শেষ আপডেট: 06/07/2021 4:28 p.m.
মমতা বন্দ্যোপাধ্যায় instagram.com/mamataofficial

"খেলা হবে" প্রকল্পের মাধ্যমে রাজ্যের ক্লাবগুলিকে ৫০ হাজার ফুটবল দেওয়া হবে

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে (West Bengal assembly election) তৃণমূল বিজেপি (TMC vs BJP) হাড্ডাহাড্ডি লড়াই আবহে ঘাসফুল শিবির খেলা হবে স্লোগান ও ডিজে গান বাজিয়ে ব্যাপক প্রচার করেছিলেন। তার সুফলও পেয়েছে তারা। বাংলার মানুষ নির্বাচনী লড়াইয়ে খেলা হবে (Khela Hobe) স্লোগানে বুঁদ হয়ে ব্যাপক মার্জিনে মমতা সরকারকে জিতিয়েছিল। বিরোধীদের চোখের বিষ, "খেলা হবে" স্লোগান এবার হবে মমতা সরকারের প্রকল্প। রাজ্য সরকারি প্রকল্পের মাধ্যমে রাজ্যজুড়ে বিভিন্ন ক্লাবকে ফুটবল বিতরণ করা হবে এবং এর মাধ্যমে বাংলার যুবক-যুবতীদের খেলার প্রতি আরো বেশি আগ্রহী করে তোলার চেষ্টা করা হবে। এখানেই শেষ নয়। বাংলায় এবার দিবসের তালিকায় যুক্ত হবে নতুন পালক। সেটি হবে "খেলা হবে" দিবস। এমনটাই আজ অর্থাৎ মঙ্গলবার বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন। তবে এই দিবসটি কোন দিন পালন হবে সেটা এখনও অব্দি জানা যায়নি।

রাজ্য সরকারের "খেলা হবে" দিবস পালন করার ঘোষণা যে চমকে দেওয়ার মতো তা বলার অপেক্ষা রাখে না। তবে এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যে বিভিন্ন মহলে নানা চর্চা শুরু হয়েছে। কেউ কেউ কটাক্ষ করে বলেছেন যে "ঐদিন দিদি একাদশ বনাম দাদা একাদশের ম্যাচ হবে"। তবে সরকারি স্তরে এই খেলা হবে স্লোগানকে কেন্দ্র করে দিবস পালন করা কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন যে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকার ইতিমধ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই প্রায় ৫৫০ কোটি টাকার স্টুডেন্ট প্রকল্পের মাধ্যমে ঋণের আবেদন জমা পড়েছে রাজ্য সরকারের কাছে।