অপেক্ষার প্রহর শেষের পথে, আড়াই মাসের মাথায় প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের ফলাফল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/05/2023   শেষ আপডেট: 18/05/2023 9:21 p.m.
instagram.com/nalanda.school

দুপুর ১২টায় পর্ষদের ওয়েবসাইটে মাধ্যমিকের ফল দেখা যাবে

আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টার বিষয়, বেলা দশটা বাজলেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করা হবে। ঘোষণা করা হবে প্রথম থেকে দশম স্থানাধিকারিকদের নাম। বলে রাখা ভালো, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। শেষ হয় ৪ মার্চ। পরীক্ষায় বসেছিল প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী।

পরীক্ষা শেষের আড়াই মাসের মধ্যেই ফল প্রকাশ করতে চলেছে পর্ষদ। তবে এবছর কিছুটা ভিন্ন। প্রতিবছর সাংবাদিক বৈঠক শুরুর আধঘন্টা পরেই ওয়েবসাইটে নম্বর দেখা গেলেও, এ বছর অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ।

দুপুর ১২টায় পর্ষদের ওয়েবসাইটে মাধ্যমিকের ফল দেখা যাবে। কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে, তা জানিয়ে দিয়েছে পর্ষদ। যার মধ্যে রয়েছে Exametc.com, Madhyamik Results 2023, Madhyamik Result এবং Fast Result প্রভৃতি।