Rampurhat Clash : রামপুরহাট কাণ্ডে তৎপর কেন্দ্র, রাজ্যে আসছে কেন্দ্রীয় দল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/03/2022   শেষ আপডেট: 22/03/2022 4:42 p.m.
-

রামপুরহাটের ঘটনায় মুখ্যসচিবের কাছে যাবতীয় তথ্য তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

রামপুরহাট কাণ্ড (Rampurhat Clash) নিয়ে তৎপর কেন্দ্র। ২৪ ঘণ্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে গোটা ঘটনার রিপোর্ট পাঠাতে হবে রাজ্যকে (West Bengal Government। পাশাপাশি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকদের এক প্রতিনিধি দল।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ রামপুরহাটে একটি চায়ের দোকানে বসে থাকার সময় বোমার ঘায়ে গুরুতর জখম হন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার এক ঘণ্টার মধ্যেই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার অপরাধীদের শাস্তির দাবি তুলে সরব হলেন উপপ্রধানের স্ত্রী।

এদিন ভাদু শেখের স্ত্রী বলেন, "আমার স্বামী কোনওদিন কিছু করেনি। আমার স্বামী উপপ্রধান ছিল। আমার স্বামী সকলকে খাওয়াতো। ওরা আমার স্বামীর চামচা ছিল। আমার স্বামীকে যারা মেরেছে তাদের শাস্তি দিতে হবে। আমার নাবালক ছেলে দুটোকে কে দেখবে?"

প্রসঙ্গত, রামপুরহাটে অগ্নিকাণ্ড নিয়ে অনুব্রত মণ্ডলের শর্ট-সার্কিট তত্ত্ব খারিজ করে দিল সিট। রামপুরহাটের বগটুই গ্রামের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনের পর সিটের আধিকারিক সঞ্জয় সিং স্পষ্ট জানিয়ে দিলেন, বাড়িতে আগুন লাগানো হয়েছিল। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই রামপুরহাটের ঘটনায় মুখ্যসচিবের কাছে যাবতীয় তথ্য তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।