মাধ্যমিকের আগের রাতে তারস্বরে বক্স বাজিয়ে হাওড়ায় পালন বসন্ত উৎসব, অভিযোগের তীর সাংসদের দিকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/03/2022   শেষ আপডেট: 13/03/2022 10:50 a.m.
প্রসূন বন্দ্যোপাধ্যায়

যদিও অভিযোগ অস্বীকার করেছেন হাওড়ার তৃণমূল কংগ্রেস সাংসদ, ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়

মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার আগের রাতে হাওড়ায় (Howrah) তারস্বরে বক্স বাজিয়ে পালন হল বসন্ত উৎসব। ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার আগের রাতে এমন তীব্র আওয়াজে গান-বাজনা চলায় পড়ায় ব্যাঘাত ঘটেছে পরীক্ষার্থীদের। অভিভাবকদের নিশানায় উঠে এসেছে হাওড়ার সাংসদ, তারকা ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের (Prasun Banerjee) নাম।

সূত্রের খবর, শনিবার মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষার আগের দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ হাওড়ার সূরকিকল এলাকায় সাংসদের বাড়ির সামনে তারস্বরে বেজে ওঠে বক্স। রাত সাড়ে দশটা পর্যন্ত বক্স বাজিয়ে চলে বসন্ত উৎসবের ‘উদযাপন’। যার জেরে ছেলেমেয়েদের পড়ায় ব্যাঘাত ঘটেছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবকেরা। জানা গিয়েছে, সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ সাংসদও।

যদিও ঘটনার সাফাই দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এলাকায় মাইক বাজানো হয়নি। বাজানো হয়েছিল শুধু বক্স। তাও আবার শব্দ সীমার মধ্যেই। তিনি দাবি করেছেন, তাঁর কাছে অভিযোগ জানাতে আসেননি কোন অভিভাবকও। যদিও ঘটনাকে কেন্দ্র করে খানিকটা ব্যাকফুটেই শাসক শিবির। হাওড়া তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শ্যামল মিত্র ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, পরীক্ষার সময় মাইক বাজানোয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এমন কাজ করা উচিত হয়নি সাংসদের।