নির্বাচনের তৃতীয় দফায় ফের হেভিওয়েট প্রচার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/04/2021   শেষ আপডেট: 02/04/2021 10:18 a.m.
তৃণমূল-বিজেপি

উত্তরবঙ্গ সফরে মমতা, রাজ্যে প্রচারে ফের অমিত শাহ, মিঠুন

প্রথম দু'দফা শেষ হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগের সাক্ষী থাকল বাংলা। রাজনৈতিক হিংসা, খুন, সংঘর্ষ সব মিলিয়ে প্রথম দু'দফায় একই ছবি দেখল বাংলার মানুষ। আগামী ৬ এপ্রিল তৃতীয় দফার নির্বাচন। এই পর্বে তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণার ৩১ টি আসনে ভোটগ্রহণ হবে। বিভিন্ন দলের প্রার্থী প্রচার জোরদমে চলছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় সভা করেছেন। যদিও তৃণমূল এই নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ আবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা করবেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। এ কয়েক দিনের নন্দীগ্রামের মাটি ছেড়ে পা রাখছেন উত্তরবঙ্গের মাটিতে। একদিকে অমিত শাহ, অপর দিকে মমতা বন্দ্যোপাধ্যায় - ফলে আজ সেদিকে সকলের চোখ থাকবে।

সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কোচবিহারের শীতলকুচিতে সকাল ১১ টায় সভা করবেন। এরপর দুপুর সাড়ে ১২ টায় আলিপুরদুয়ারে সভা রয়েছে। সেখান থেকে তিনি দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ৩ টায় দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পশ্চিমে রোড শো রয়েছে এবং বিকেল সাড়ে ৪ টায় হুগলির আরামবাগে রোড শো করবেন।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে উত্তরবঙ্গ প্রচারে যাচ্ছেন। উত্তরবঙ্গে আজ ৪ টি সভা করার কথা। বেলা ১২ টায় কোচবিহারের দিনহাটায় সভা রয়েছে, ১২.৪০ নাগাদ নাটাবাড়ি ও তুফানগঞ্জে মমতার সভা রয়েছে। সবশেষে দুপুর দেড়টায় আলিপুরদুয়ারে সভা করার কথা। উল্লেখ্য, আজ আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভা, ফলে সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজ কয়েকটি সভা করবেন। সকাল ১১ টায় দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে সভা রয়েছে, দুপুর সাড়ে ১২ টায় বাসন্তীতে সভা, দুপুর দেড়টায় বারুইপুর পূর্ব কেন্দ্রে সভা রয়েছে। সবশেষে বিকেল ৩ টায় নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে রোড শো করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও আজ প্রচারে আসছেন। সূত্রের খবর, অভিনেতা মিঠুন আজ হুগলির পরশুড়ায় ও শ্যামপুরে রোড শো করবেন। হাওড়ার ডুমুরজোলায় বিজেপির রাজনৈতিক সভায় অংশ নেবেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সাতগাছিয়ায় রোড শোয়ে অংশ নেবেন। এরপর বিষ্ণুপুরে জনসভা রয়েছে। সব মিলিয়ে আজ দিনভর রাজ্য রাজনীতি উত্তপ্ত থাকবে বলে রাজনৈতিক পর্যবেক্ষক একাংশের মত।