শহীদ সুবোধ ঘোষের বাড়ি গেলেন রাজ্যপাল, দিলেন পাঁচ লক্ষ টাকার চেক সাথে চাকরির আশ্বাস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/01/2021   শেষ আপডেট: 27/01/2021 4:19 p.m.
জগদীপ ধনখড় Twitter

যে সমস্ত আমলারা রাজনীতিতে জড়িয়ে পড়েছেন, আবেদন করছি, আপনারা সরে আসুন : রাজ্যপাল

বুধবার সকালে এদিন তেহট্টে শহীদ সুবোধ ঘোষের বাড়ি গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বেশ খানিকক্ষণ ধরেই কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে। এমনকি মৃতের স্ত্রী ও পরিবারের হাতে তুলে দিলেন পাঁচ লক্ষ টাকার চেক।

এদিন, বুধবার সকাল এগারোটা নাগাদ তেহট্টে পৌঁছন সস্ত্রীক রাজ্যপাল। এছাড়া পরিবারের অন্য সদস্যদের দেন সাড়ে পাঁচ লক্ষ টাকার আরেকটি চেক। এর সাথেই, এদিন শহিদের স্ত্রী অনিন্দিতা রাজ্যপালের কাছে একটি চাকরির আবেদন জানিয়েছেন। বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন ধনকড় (Jagdeep Dhankhar)।

প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনীতে গানারের পদে ছিলেন সুবোধ। নিজের দক্ষতায় অল্প বয়সেই চাকরি পেয়েছিলেন। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারত বনাম পাকিস্তানের সেনার মধ্যে চরম যুদ্ধে শহীদ হন সুবোধ। বিয়েও করেছিলেন। তিন মাসের কন্যাসন্তান আছে। একরত্তি সন্তানের মুখ দেখার আগেই শহিদ হন বাংলার ছেলে। সেই সময় শহিদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন ধনকড়।

গত বুধবার ফের তেহট্টে যাওয়ার কথা ছিল রাজ্যপালের। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই সফর বাতিল হয়ে যায়। আর তাই এদিন তেহট্টে গেলেন রাজ্যপাল।

পাশাপাশি, ভোটে যাতে কোনওভাবে বাংলা অশান্ত হয়ে না ওঠে পুলিশ ও প্রশাসনকে সেদিকে নজর রাখার আর্জি জানান ধনকড়।